শিয়ালকোটের এক রাস্তার ওপর উড়ন্ত সাপের আস্তানা গাড়তে দেখা গিয়েছিল। মূল্লতঃ উড়ন্তসাপ নয়, যেহেতু সে লাফ দিয়ে প্রায় পনের/ বিশ ফুট দূরে যেতে পারে তাই আমরা তাঁকে বলি উড়ন্ত সাপ। সাপটির রং হলুদ, লম্বায় ১৬ ইঞ্চি। যে এমনভাবে রাস্তা দখল করেছে যে, মানুষ তাতে উদ্বিগ্ন হয়ে গেল। সে একে একে দুজন পথিককে দংশন করে মৃত্যু ঘটিয়ে দিল। ঘটনা জানা জানি হলে এলাকায় মানুষ ভয়ে এ পথে চলাফেরা করা ছেড়েই দিয়েছে।
একদিন এক ভিন দেশী ভিক্ষুক এ পথ ধরে যাচ্ছিল। পথে সাপটিকে দেখে সে সাপের বাচ্চা মনে করে হাতের লাঠি দিয়ে গুতা দিলে সাপটি লাফ দিয়ে ১৫/২০ ফুট দূরে চলে গেল। ভিক্ষুক সামনে গিয়ে আবারো গুতো দিল সাপ এবারও লাফ দিয়ে দূরে চলে গেল। পাশে এক কৃষক জমিনে হাল চালাচ্ছিল, সে দৃশ্য দেখে ভিক্ষুককে এ পথ যেতে বারণ করল। কিন্তু ভিক্ষুক তাঁর বাঁধা মানলো না। তাই কৃষক জমিন থেকে ১৫/২০ ফুট সামনে এসে ভিক্ষুককে ডেকে বলল যেন সে এ রাস্তা ছেড়ে দেয়। হঠাৎ সাপটি লাফ দিয়ে কৃষকের মাথায় ছোবল মেরে বসল। এতে ঘটনাস্থলেই লোকটি মারা গেল। বন্ধুগণ! তাঁর কি জানা ছিল অন্যকে বাঁচাতে গিয়ে নিজেই মৃত্যুর পেয়ালা পান করবে।
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।