এক কাক ও মোরগের গল্প

একটা দাঁড়কাক নিয়মিত একটা গাছের মগডালে বসে বসে ঝিমায়। কিছুই করে না। একদিন এক মোরগ এসে সেই গাছের তলায় দাঁড়ালো। দাঁড় কাকের ভাবসাব দেখে তার বেশ ভাল লাগলো। সে কাককে জিজ্ঞেস করলো – আচ্ছা কাক ভায়া তুমি যে সারাদিন এমন বসে বসে ঝিমাও তোমার খারাপ লাগে না? কাক জবাব দেয় – নাহ্ ভালই তো লাগে। বসে বসে কত কী যে চিন্তা করি। মাঝে মাঝে নিজেকে দার্শনিক মনে হয়।
মোরগ বলে – আমারো খুব ইচ্ছা করে, মাঝে মাঝে তোমার মতো ঝিমাই। কিছু না করি।
কাক বলে – ইচ্ছা হলে ঝিমাও। কেউ তো আর না করেনি।
তখন মোরগ বসে বসে ঝিমাতে লাগলো।আহা ঝিমাতে কী শান্তি!
কাছাকাছি একটা শিয়াল ছিল ওৎ পেতে। মোরগটাকে ঝিমাতে দেখে সে সুযোগ বুঝে আক্রমন করলো আর মোরগটা কে মুখে নিয়ে ছুটে পালালো।
শিক্ষণীয়: যদি তুমি কোন কিছু না করে কেবল ঝিমাতে চাও তবে অবশ্যই তোমাকে অনেক অনেক উঁচুতে অবস্থান করতে হবে।

দুঃখিত!