একটা দাঁড়কাক নিয়মিত একটা গাছের মগডালে বসে বসে ঝিমায়। কিছুই করে না। একদিন এক মোরগ এসে সেই গাছের তলায় দাঁড়ালো। দাঁড় কাকের ভাবসাব দেখে তার বেশ ভাল লাগলো। সে কাককে জিজ্ঞেস করলো – আচ্ছা কাক ভায়া তুমি যে সারাদিন এমন বসে বসে ঝিমাও তোমার খারাপ লাগে না? কাক জবাব দেয় – নাহ্ ভালই তো লাগে। বসে বসে কত কী যে চিন্তা করি। মাঝে মাঝে নিজেকে দার্শনিক মনে হয়।
মোরগ বলে – আমারো খুব ইচ্ছা করে, মাঝে মাঝে তোমার মতো ঝিমাই। কিছু না করি।
কাক বলে – ইচ্ছা হলে ঝিমাও। কেউ তো আর না করেনি।
তখন মোরগ বসে বসে ঝিমাতে লাগলো।আহা ঝিমাতে কী শান্তি!
কাছাকাছি একটা শিয়াল ছিল ওৎ পেতে। মোরগটাকে ঝিমাতে দেখে সে সুযোগ বুঝে আক্রমন করলো আর মোরগটা কে মুখে নিয়ে ছুটে পালালো।
শিক্ষণীয়: যদি তুমি কোন কিছু না করে কেবল ঝিমাতে চাও তবে অবশ্যই তোমাকে অনেক অনেক উঁচুতে অবস্থান করতে হবে।
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।