একদা এক দেশে এক ডাকাত ছিল। সে একবার একটা লোককে খুন করে ফেলল। আশপাশের লোকেরা ডাকাতটিকে ধরতে গেলে সে ছুটে পালিয়ে গেল। পথে যেসব লোক ডাকাতটির সামনে পড়ল তারা যখন তাকে জিজ্ঞেস করল, তোমার হাতে ওই লাল লাল দাগ কিসের?
ডাকাতটি চটপট উত্তর দিল- ও, কিছু না! এইমাত্র আমি তুঁত গাছ থেকে নেমে এলাম কিনা তাই!
যে লোকগুলো তার পিছু পিছু ধাওয়া করে আসছিল তারা ততক্ষণে সেখানে পৌঁছে গেল। অতএব ডাকাতটি আর পালাতে পারল না। তারা তার দেহে একটা ধারাল গোঁজ পুতে তাতে তুঁত গাছ ঝুলিয়ে দিল!
তুঁত গাছটি তখন মৃত্যু পথযাত্রী ডাকাতকে বলল- তোমাকে মৃত্যুদ- দিতে সাহায্য করার জন্য আমার কিছুমাত্র আফসোস নেই, কারণ নিজে খুন করে হাতের রক্ত তুমি আমার গায়ের রক্ত হিসেবেই চালাতে চেয়েছিলে।
উপদেশ : ভালো লোকের গায়ে কাদা ছিটাতে গেলে সেও তোমায় ছেড়ে কথা বলবে না।
ঈশ্বপের গল্প অবলম্বনে।