একটি হাসির গল্প

ছিল দুই ভাই। ছোট ভাই ভীষন বোকা আর বড় ভাই ভীষন চালাক। বাবা মারা যাওয়ার পর দুই ভাই বাবার সম্পত্তি ভাগাভাগি করে নিল। সম্পত্তি আর কি? একটা খেজুর গাছ, একটা দুধেল গাভী আর একটা কাথা। বড় ভাই ভুজুং ভাজুং দিয়ে ছোট ভাইয়ের সথে ভাগাভাগি করল এভাবে- খেজুর গাছের আগা বড় ভাইয়ের এবং গোড়া ছোট ভাইয়ের, গরুর মাথা ছোট ভাইয়ের আর পিছনের দিকটা বড় ভাইয়ের আর কাথা দিনের বেলায় ছোট ভাইয়ের কাছে থাকবে কিন্তু রাতের বেলায় বড় ভাইয়ের কাছে। ছোট ভাই বোকা মানুষ। সব মেনে নিল। খেজুর গাছের গোড়ায় সে পানি দেয়, গরুর মাথাকে ঘাস খাওয়ায় আর দিনের বেলায় কাথা রোদে শুকাতে দেয়।

বড় ভাই মহা আনন্দে খেজুর খায়, খেজুরের রস খায়, গরুর দুধ খায় আর রাতে কাথা মুড়ি দিয়ে আরামে ঘুমায়। ছোট ভাই ভাগ চাইলেই বলে খেজুর গাছের গোড়ার কাছে চেয়ে নে। গরুর মাথা থেকে দুধ নে। দিনের বেলা কাথা মুড়ি দিয়ে ঘুমা। ছোট ভাই কি আর করে? সব নিজের ভাগ্য মনে করে নীরবে খেটে যায়। একদিন এক চালাক লোকের সাথে তার দেখা হয়। সব শুনে চালাক লোক তাকে বুদ্ধি শিখিয়ে দিল। পরের দিন বড় ভাই খেজুর গাছে রস লাগাতে উঠতেই একটা কুঠার নিয়ে ছোট ভাই গাছের গোড়ায় কোপ দিতে শুরু করে। বড় ভাই বলে, “আরে আরে, করিস কি?” ছোট ভাই বলে, “আমার অংশে আমি যা খুশি করব”। বড় ভাই সব বুঝতে পারে। বলে, “কি চাস, বল?” ছোট ভাই জবাব দেয়, “ফল আর রসের সমান ভাগ, সাথে তুমিও গাছের যত্ন নিবে।” বড় ভাই কি আর করে, মেনে নেয়।

আবার বড় ভাই গরুর দুধ দোয়তে যেতেই ছোট ভাই লাঠি নিয়ে গরুর মাথায় মারতে থাকে। মার খেয়ে গরু লাথি ছোড়ে। সেই লাথি খেয়ে বড় ভাইয়ের দফা রফা। বড় ভাই বলে, “আরে আরে, করিস কি?” ছোট ভাই বলে, “আমার অংশে আমি যা খুশি করব”। বড় ভাই সব বুঝতে পারে। বলে, “কি চাস, বল?” ছোট ভাই জবাব দেয়, “গরুর সমান যত্ন আর দুধের ভাগ”। বড় ভাই তাতেই রাজি। মনে মনে ভাবে, “কাথার কি করবি? রাতে শীতে কষ্ট পেতেই হবে।” কিন্তু হায়, ছোট ভাই আজ কাথা শুকানোর বদলে ভিজিয়ে রেখেছে। ভেজা কাথায় কি শোয়া যায়? বড় ভাই বলে, “আরে, করেছিস কি?” ছোট ভাই বলে, “আমার অংশে আমি যা খুশি করব”। [ঈসৎ সংক্ষেপিত এবং পরিবর্তীত]

উপদেশঃ মানুষের বিবেক বুদ্ধি সব সময় এক রকম থাকে না। আর সত্যিকার অর্থে কাউকে ঠকাতে গেলে নিজেরই ঠকার সম্ভাবনা থাকে। তাই অতি চালাকি ভালো নয়।

 

 

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

সম্পর্কিত পোস্ট

দুঃখিত!