একটি সংঘর্ষে ব্যাপক প্রাণ হানির আগাম দুঃসংবাদ

আবূ জর (রাঃ) থেকে বর্ণনা করা হয়েছে। রাসূলুল্লাহ (সাঃ) আমাকে লক্ষ্য করে বললেন, হে আবু জর! মদীনায় একবার এমন ভয়াবহ খুনা-খুনী হবে যে, তথাকার কালো বর্ণের পাথরগুলোর উপর রক্ত জমাট বেঁধে যাবে। এবং রক্তের কারণে পাথরগুলো দৃষ্টির বাইরে চলে যাবে। এ ভবিষ্যদ্বাণীটিও পূর্ণ হয়েছে।

হযরত হুসাইনের শাহাদাতের পর ইয়াজীদ দুঃশাসনের কারণে মদীনার অধিকাংশ সাহাবায়ে কেমার ইয়াজীদের উপর থেকে তাদের সমর্থন প্রত্যাহার করলে ইয়াজীদ মুছরিফ ইবনে উকবার নেতৃত্বে মদীনাতে একদল রক্ত পিপাসু সৈন্য পাঠায়। হাররা নামক স্থানে তাদের সাথে রক্তক্ষয়ী সংঘর্ষে শত শত সাহাবা এবং তাদের সন্তানরা শাহাদাত বরণ করেন। সেখানেই কৃষ্ণবর্ণের পাথরগুলো রক্তের নীচে ঢাকা পরেছিল। (আবূ দাউদ)

দুঃখিত!