একটি সংঘর্ষে ব্যাপক প্রাণ হানির আগাম দুঃসংবাদ

আবূ জর (রাঃ) থেকে বর্ণনা করা হয়েছে। রাসূলুল্লাহ (সাঃ) আমাকে লক্ষ্য করে বললেন, হে আবু জর! মদীনায় একবার এমন ভয়াবহ খুনা-খুনী হবে যে, তথাকার কালো বর্ণের পাথরগুলোর উপর রক্ত জমাট বেঁধে যাবে। এবং রক্তের কারণে পাথরগুলো দৃষ্টির বাইরে চলে যাবে। এ ভবিষ্যদ্বাণীটিও পূর্ণ হয়েছে।

হযরত হুসাইনের শাহাদাতের পর ইয়াজীদ দুঃশাসনের কারণে মদীনার অধিকাংশ সাহাবায়ে কেমার ইয়াজীদের উপর থেকে তাদের সমর্থন প্রত্যাহার করলে ইয়াজীদ মুছরিফ ইবনে উকবার নেতৃত্বে মদীনাতে একদল রক্ত পিপাসু সৈন্য পাঠায়। হাররা নামক স্থানে তাদের সাথে রক্তক্ষয়ী সংঘর্ষে শত শত সাহাবা এবং তাদের সন্তানরা শাহাদাত বরণ করেন। সেখানেই কৃষ্ণবর্ণের পাথরগুলো রক্তের নীচে ঢাকা পরেছিল। (আবূ দাউদ)

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

সম্পর্কিত পোস্ট

দুঃখিত!