একটি শিক্ষনীয় ঘটনা: ইসলামিক

একবার একজন মুলমানের ছেলে নদীতে মাছ ধরতে গেল এবং বিসমিল্লাহ বলে জাল ফেলল। কিন্তু জাল টেনে দেখল একটা মাছও নেই।সে আবার বিসমিল্লাহ বলে জাল ফেলল।কিন্তু এবার ও সে নিরাশ হলো।তার পাশেই আরেকজন হিন্দু ছেলে তার দেবদেবীর নাম নিয়ে জাল ফেলছিল এবং প্রতিবার তার জালে মাছও উঠছিল। আর মুসলমান ছেলেটা বারবার আল্লার নাম নিয়ে জাল ফেলছিল।
কিন্তু বারবারই তার জালে কোন মাছ উঠছিলনা। , আসমানের কতিপয় ফেরেশ্তারা এই দৃশ্য দেখে বিস্মিত হলো এবং তারা আল্লাহর দরবারে গিয়ে এর কারন জানার জন্য ফরিয়াদ করল। , অতপরঃ আল্লাহ তায়ালা তার ডান পাশে একটা দরজা দেখিয়ে সেটা খুলতে বললেন। ফেরেশ্তারা সেটা খুলে বেহেশতের অসংখ্য নাজ নেয়ামত দেখতে পেল।
আল্লাহ তায়ালা বললেন,এগুলো আমার ঐ বান্দার জন্য যে বারবার আমার নামে জাল ফেলছিল।আমি তাকে দুনিয়ার মাছের পরিবর্তে প্রতিবার বিসমিল্লাহ বলার বদলে জান্নাতে তার নাজ নেয়ামত বাড়িয়ে দিয়েছি। , এরপর আল্লাহর হুকুমে ফেরেশ্তারা বাম পাশের দরজা খুলে জাহান্নামের কঠিন আযাবের ব্যাবস্থা দেখতে পেল।আল্লাহ তায়ালা বললেন এই আযাবের ব্যাবস্থা ঐ নাফরমানের জন্য।

আরো পড়তে পারেন...

হূদ (আঃ)-এর দাওয়াত

সূরা আ‘রাফ ৬৫-৭২ আয়াতে আল্লাহ বলেন,  وَإِلَى عَادٍ أَخَاهُمْ هُوْداً قَالَ يَا قَوْمِ اعْبُدُوا اللهَ…

হূদ (আঃ)-এর পরিচয়

হযরত হূদ (আঃ) দুর্ধর্ষ ও শক্তিশালী ‘আদ জাতির প্রতি প্রেরিত হয়েছিলেন। আল্লাহর গযবে ধ্বংসপ্রাপ্ত বিশ্বের…

হযরত ইদরীস (আলাইহিস সালাম)

আল্লাহ বলেন, وَاذْكُرْ فِي الْكِتَابِ إِدْرِيْسَ إِنَّهُ كَانَ صِدِّيقًا نَّبِيًّا، وَرَفَعْنَاهُ مَكَاناً عَلِيّاً- ‘তুমি এই…