একবার একজন মুলমানের ছেলে নদীতে মাছ ধরতে গেল এবং বিসমিল্লাহ বলে জাল ফেলল। কিন্তু জাল টেনে দেখল একটা মাছও নেই।সে আবার বিসমিল্লাহ বলে জাল ফেলল।কিন্তু এবার ও সে নিরাশ হলো।তার পাশেই আরেকজন হিন্দু ছেলে তার দেবদেবীর নাম নিয়ে জাল ফেলছিল এবং প্রতিবার তার জালে মাছও উঠছিল। আর মুসলমান ছেলেটা বারবার আল্লার নাম নিয়ে জাল ফেলছিল। কিন্তু বারবারই তার জালে কোন মাছ উঠছিলনা।
,
আসমানের কতিপয় ফেরেশ্তারা এই দৃশ্য দেখে বিস্মিত হলো এবং তারা আল্লাহর দরবারে গিয়ে এর কারন জানার জন্য ফরিয়াদ করল।
,
অতপরঃ আল্লাহ তায়ালা তার ডান পাশে একটা দরজা দেখিয়ে সেটা খুলতে বললেন। ফেরেশ্তারা সেটা খুলে বেহেশতের অসংখ্য নাজ নেয়ামত দেখতে পেল।আল্লাহ তায়ালা বললেন,এগুলো আমার ঐ বান্দার জন্য যে বারবার আমার নামে জাল ফেলছিল।আমি তাকে দুনিয়ার মাছের পরিবর্তে প্রতিবার বিসমিল্লাহ বলার বদলে জান্নাতে তার নাজ নেয়ামত বাড়িয়ে দিয়েছি।
,
এরপর আল্লাহর হুকুমে ফেরেশ্তারা বাম পাশের দরজা খুলে জাহান্নামের কঠিন আযাবের ব্যাবস্থা দেখতে পেল।আল্লাহ তায়ালা বললেন এই আযাবের ব্যাবস্থা ঐ নাফরমানের জন্য।
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।