
হযরত শা’বী (রহমাতুল্লাহি আলাইহি) বলেছেন, বর্ণিত আছে যে, এক ব্যক্তি একটি ময়না পাখি ধরে ফেলল। পাখিটি তাকে বলল, ‘ওহে! তুমি আমাকে ধরলে কেন?’
লোকটি জবাব দিল, ‘আমি তোমাকে জবাই করে মাংস খাওয়ার জন্য ধরেছি।’
তার কথা শুনে পাখিটি বলল, ‘আমার মাংস যেমন তোমাকে তৃপ্তি দেবে না, তেমন তোমার ক্ষুধাও মেটাবে না। বরং তার চেয়ে আমার কাছ থেকে তিনটি উপদেশ শুনে নাও, যা তোমার জন্য বহু উপকারে আসবে। একটি উপদেশ আমি বলব তোমার হাতে থাকার সময়। দ্বিতীয়টি বলব তোমার হাত থেকে উড়ে গিয়ে বৃক্ষের শাখায় বসে। আর তৃতীয় উপদেশটি দেব পাহাড় চূড়ায় পৌঁছানোর পর।’
তখন লোকটি বলল, ‘আচ্ছা, এবার প্রথম উপদেশটি বলো।’
পাখিটি বলল, ‘শোনো, যখন কোনো কিছু তোমার হাতছাড়া হয়ে যায়, তখন তা নিয়ে আক্ষেপ করবে না।’
এরপর পাখিটি লোকটির হাত থেকে মুক্ত হয়ে বৃক্ষের শাখায় বসে বলল, ‘যা কখনও হয় না বা হতে পারে না, তা হয়েছে বা হতে পারে বলে বিশ্বাস করবে না।’
এ কথা বলে পাখিটি বৃক্ষ শাখা থেকে উড়ে পাহাড় চূড়ায় পৌঁছে বলল, ‘হে হতভাগা নির্বোধ! যদি তুমি আমাকে জবাই করতে, তাহলে আমার পেটে দুটো মোতি পেতে। মোতি দুটোর ওজন হবে বিশ মেছকাল।’
লোকটি পাখিটির মুখে এ কথা শুনে আক্ষেপ করে বলল, ‘যা হবার হয়ে গেছে। তুমি আমাকে আরও কিছু উপদেশ দাও।’
পাখিটি বলল, ‘তোমাকে আর উপদেশ দিয়ে কী হবে? তুমি তো ওয়াদা ভঙ্গ করেছ। আমি কি বলিনি, যদি কোনো কিছু হাতছাড়া হয়ে যায়, তা নিয়ে আক্ষেপ করো না? আমি তোমার হাত থেকে বেরিয়ে যাওয়ার পর তুমি আক্ষেপ করলে কেন? আর আমি বলেছিলাম, যা হয় না বা হতে পারে না, তা হয়েছে বা হতে পারে বলে বিশ্বাস করবে না। আসলে আমার গোশত, রক্ত ও পালক সব মিলিয়েও বিশ মেছকাল হবে না। তাহলে আমার পেটে বিশ বিশ চল্লিশ মেছকাল ওজনে দু’টি মোতি থাকবে—এ কথা তুমি কীভাবে বিশ্বাস করলে?’
এ কথা বলেই পাখিটি পাহাড় চূড়া থেকে উড়ে অন্যত্র চলে গেল।
উপদেশ:
এই ঘটনা মানুষের সীমাহীন লোভ ও অবিবেচনার একটি চমৎকার দৃষ্টান্ত। লোভ মানুষকে এমন অন্ধ ও নির্বোধ করে দেয় যে তারা বাস্তব সত্যকেও বুঝার ক্ষমতা হারিয়ে ফেলে।
[সূত্র: মুকাশাফাতুল কুলুব, ইমাম গাজ্জালী (রহমাতুল্লাহি আলাইহি)]