
আমি আজ যে ঘটনাটা শেয়ার করবো তা গত পরশুদিন রাতে(২৭ জুলাই) ঘটে যাওয়া।।
সম্ভবত আমি এই পেইজের অনেক কম বছরের সদস্যদের মধ্যে একজন, কিন্তু আমি ছোটবেলা থেকেই আমার আসে পাশে অনেককিছু দেখেছি এবং অনুভব করতে পেরেছি।।
যাই হোক, এইবার মূল প্রসঙ্গে আসা যাক।। ৪-৫ দিন আগে আমি আমার রুমে শুয়ে আছি।।
যেহেতু নিচ তলায় থাকি, তাই বাড়ির পাশ দিয়ে কারা যায় বা আসে তা সহজেই দেখতে পাই।।
আমি কানে হেডফোন লাগিয়ে গান শুনছিলাম।। হটাৎ একটা লোককে আসতে দেখলাম।।
কেন যেনও উনাকে একটু আলাদা টাইপের মনে হল।। তাই খুব ভালো করে খেয়াল করলাম।। বয়স ৪৫-৫০ এর মধ্যে হবে।। মুখে বড় বড় দাড়ি।। হাতে একটা ব্যাগ।।
আমাকে চমকে দিয়ে হটাৎ জানালা দিয়ে হাত ঢুকিয়ে দিয়ে বলল, “ছেলের পড়ালেখা ভালো হবে!! সকল বিপদ আপদ থেকে দূরে থাকবে।। দে, এইবার শিন্নি দে!!” আপনারা হয়তো অনেকেই দেখেছেন এমন কিছু কিছু ভণ্ড থাকে যারা বাড়ি বাড়ি ঘুরে বেড়ায় শিন্নির জন্য আর টাকা পয়সা চায়।।
আমি উনার আচরণে কিছুটা বিরক্ত হলাম।। তারপরও যথেষ্ট ভদ্র ভাষায় বললাম, “আমরা তো শিন্নি দেই না।। আপনি অন্য বাড়ি যান!!” এইবার লোকটা একটু খেপে গিয়ে রাগী গলায় বললেন, “তাহলে ১৭টা টাকা দে!!” কিন্তু আমার তখন এমন অবস্থা যে, আমার কাছে ১ টাকাও নেই।।
তার উপর বাসায়ও কেউ নেই।। তাই আমি উনাকে বুঝিয়ে বলার জন্য বললাম, “দেখেন, আমার কছে এই মুহূর্তে কোন টাকা নেই।। আর বাসায়ও কেউ নেই।।
তাহলে কিভাবে আপনাকে টাকা দিবো বলুন??” লোকটা ঠিক ১৭ টাকাই কেন চাইলো মাথায় ঢুকছিল নাহ।। লোকটার কথা শুনে আরও মেজাজ খারাপ হল।।
আমাকে রেগে রেগে বলল, “দিলি নাহ।। দিস কিন্তু!!” মাথা তখন রাগে টগবগ করে ফুটছে।। তারপরও আমি গলা শান্ত রেখে বললাম, “মাফ করেন।।
আমার কাছে এই মুহূর্তে টাকা নাই।। তাই দিতে পারছি নাহ!!” এইবার লোকটা আমাকে শুনিয়ে শুনিয়ে বলল, “যা করলি, করলি!! দেখিস, এর ঠেলা সামলাইতে পারবি তো??” কথাটা বলে লোকটা খুব দ্রুত চলে গেলো।।
আমি সাথে সাথে রুম থেকে বের হয়ে কাউকেই দেখলাম নাহ।। পাশের বাসার এক অ্যান্টি বারান্দায় ছিলেন।।
আমি উনাকে জিজ্ঞেস করলাম, “অ্যান্টি, এইমাত্র একটা লোক এসেছিলো এইদিকে।। কিন্তু বের হয়ে দেখলাম নাহ।।
কোনদিকে গেছে বলতে পারবেন??” উনি বললেন, “নাহ তো।। কাউকেই তো যেতে দেখিনি।।” অ্যান্টি অনেক্ষন যাবতই বারান্দায় ছিলেন।।
কেউ আসলে উনার দেখতে পাবার কথা।। আমি ঠিক বোঝে উঠতে পারলাম নাহ।। রাগ লাগলো।। ব্যাটা মুডটাই নষ্ট করে দিয়েছে।। এই ঘটনাটি দুপুর ২টার দিকে ঘটে।।
ঐ রাতটা ভালো মতনই কাটালাম।। রাত ২টার দিকে একবার ঘুম ভেঙ্গে গিয়েছিলো।। কিন্তু এরপর আবার আমি ঘুমিয়ে পড়ি।।
পরের দিন রাত ২টা থেকে ২.৩০ টার মাঝে আমার ঘুম ভেঙ্গে যায়।। ঠিক স্বপ্নে না বাস্তবে বলতে পারছি না তবে কে যেনও আমার পা টা ধরে নাড়ানোর চেষ্টা করছে।।
পা টা এমন ভাবে রাখতে চাচ্ছে যেনও আমার নাক আমার পায়ের বৃদ্ধ আঙ্গুল বরাবর হয়।।
মানে, সোজা লাইনে।। কিন্তু আমি শক্ত করে রাখলাম পা টা।। কোন মতেই নড়াতে দিবো নাহ।।
এরপর হটাত মনে হল, কে যেনও টান দিয়ে আমার কোলবালিশটা আমার কাছ থেকে সরিয়ে নিলো এবং আমাকে জড়িয়ে ধরে উপরের দিকে টানতে চেষ্টা করলো।।
আমার গায়ের সব পশম পড়পড় করে দাঁড়িয়ে গেলো।। প্রচণ্ড ঘামাচ্ছিলাম আমি।।
তারপর হটাত আমার মনে হল, আমার মাথাটা আমার বালিশে আছে কিন্তু বাকি দেহ পুরোপুরি বাতাসে।।
আমি চিৎকার দেয়ার চেষ্টা করলাম কিন্তু গলা দিয়ে কোন আওয়াজ বের হচ্ছিল নাহ।।
আমি অনেক কষ্টে আস্তে আস্তে চোখ খুললাম।। দেখলাম কারেন্ট নেই কিন্তু আই পি এসে ফ্যান চলতেসে এবং একটা ছোট বাল্ব জলতেছে।।
আমি টের পেলাম যে, কেউ যেনও আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে।। আমি তখন সম্পূর্ণ সচেতন।। পুরোপুরি টের পাচ্ছি মাথায় হাত বুলানোর ব্যাপারটা।।
হটাত হাতটা আমার মাথা থেকে নেমে গলার দিকে আসতে লাগলো।। আমার দম বন্ধ হয়ে যাওয়ার মত অবস্থা।।
আমি অনেক কষ্টে ঘাড় ঘুড়িয়ে আড়চোখে আমার পিছনে দেখলাম।। দেখলাম সেই শিন্নিওয়ালা লোকটা হাসতেছে আর আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে।।
আমি ভয়ে দিশেহারা হয়ে বাম হাত দিয়ে সজোরে উনার দিকে একটা ঘুষি মারলাম।।
কিন্তু আমাকে আর বেশি অবাক করে দিয়ে সেই হাতটা উনার দেহ কেটে বেড়িয়ে গেলো।।
মানে অনেকটা বাতাসে ঘুষি মারলে যেমন হয়, তেমন অবস্থা।। আমি প্রচণ্ড ভয়ে জোড়ে চিৎকার করে উঠি।।
সাথে সাথে পাশের রুম থেকে আমার ভাইয়া আর পরিবারের বাকি সবাই ছুটে এলো।। আমাকে শান্ত হবার জন্য কিছুক্ষণ সময় দিয়ে জিজ্ঞেস করলো কি হয়েছে।।
আমি আস্তে আস্তে সব খুলে বলতে লাগলাম।। ঠিক সেই সময়ে একটা প্রচণ্ড জোড়ে শব্দ হল এবং সেটা আমরা সবাই শুনতে পেলাম।।
সেদিন আমি আমার ভাইয়ের পাশেই ঘুমাই।। তারপরে আমাকে এক হুজুরের কাছে নিয়ে যাওয়া হয় এবং তিনি আমাকে দোয়া পড়ে দেন।।
এখন আমি মোটামুটি সুস্থ।। তবে জোর গলায় এতটুকু বলতে পারি যে, ঐদিন আমি ঐ লোকটাকেই দেখেছি এবং তাও পরিপূর্ণ সজ্ঞানে।।
ভুল হবার কোন সম্ভবনা নেই।। কিন্তু, ব্যাপারটা কেনও এমন হল টা আমি মিলাতে পারছি নাহ।।