একটি বাচার গল্প

একটা ব্যাঙ গর্তের মধ্যে পড়ে গেছে। অনেকক্ষন উঠার চেষ্টা করেও কিছুতেই উঠতে পারছে না। এসসময় একটা শিয়াল সেখান দিয়ে যাচ্ছিল। ব্যাঙ এর চিৎকার শুনতে পেরে সে গর্তের কাছে আসলো। শিয়াল ঃ কি হয়েছে ব্যাঙ মামা; ব্যাঙ ঃ না, কিছুনা। গান গাওয়ার চেষ্টা করছিলাম। শিয়াল ঃ ও, আমি মনে করছিলাম তুমি মনে হয় বিপদে পড়েছো। এর পর ব্যাঙ কিছু বলার আগেই শিয়াল সেখান থেকে চলে গেল। ( নীতি কথা এই বোকার সাথে ফাইযলামি করতে গেলে বিপদ আরো বাড়বে।) ব্যাঙ ভাবলো শিয়াল তার বিপদের বিষয় বুঝতে পেরেছে তাই কিছু আনতে গেছে এজন্য ব্যাঙ চুপ করে বসে রইল শিয়ালের অপেক্ষায়। কিন্তু এই ফাকে তিন টি হরিন সেখান দিয়ে চলে যায় ( নীতি কথা এই বিপদে পড়লে কখনো একজনের উপর নিরভ্র করা উচিত না) কিছুক্ষন অপেক্ষা করার পর একটি সিংহ সেখান দিয়ে যাচ্ছিল। সিংহের পায়ের আওয়াজ পেয়ে ব্যাঙ টি আবার চিতকার শুরু করলো। চিতকার শুনে সিংহটি তার কাছে ছুটে এলো। সিংহ ঃ কি হয়েছেরে তোর? ব্যাঙ ঃ মামা ভুল করে গর্তে পড়ে গিয়েছি। সিংহ ঃ তোদের নিয়ে আর পারি না। কই চলার সময় রাস্তা দেখে হাটবি নাকি চোখ যে কই রাখিস। ব্যাঙ ঃ মামা ভুল হয়ে গেছে। সিংহ ঃ দাড়াঁ দেখি সাহায্য করতে পারি নাকি। এর পর সিংহটি তার লেজ নিচে নামিয়ে দিল। যদিও তার লেজের দৈর্ঘ্য তার হাতের কম ছিল। ব্যাঙ টি লাফ দিয়েও লেজটি ধরতে পারে না। ব্যার্থ হয়ে সিংহ চলে যায়। কিন্তু কিছুক্ষন পর ব্যাঙ আবার কার শব্দ শুনতে পেল। হটাৎ সে দেখতে পায় যে বিশাল বপুর সিংহ আকাশের দিকে তাকিয়ে হাটতে হাটতে এসে সে সোজা গর্তের মাঝে পড়ে যায়। ব্যাঙ ঃ মামা, হটাৎ এখানে? সিংহ ঃ আরে বলিস না, একটা সুন্দর পাখি দেখছিলাম। ব্যাঙ ঃ তো এখানে কেমন করে? সিংহ ঃ খেয়াল করি নাই যে এখানে গর্ত ছিলো। ( নীতি কথা এই নিজে যা তা অন্য কাউকে বলনা) ( নীতি কথা এই আকাশে উড়ার চেষ্টা করলে ভুপাতিত হইবে।) এরপর ব্যাঙ টি লক্ষ করলো যে সিংহ মামা পড়ায় সে এখন তার উপর উঠলে আরেকটু উপরে উঠতে পারবে। ব্যাঙ ঃ তোমার মাথায় ময়লা মামা। সিংহ কইরে? কিছুইতো বুঝতে পারতাসিনা। ব্যাঙ ঃ দাও মামা আমি পরিস্কার করে দেই। এই বলে সে সিংহের মাথায় উঠে লাফ দিয়ে সে গর্তের বাইরে চলে যায়। ( নীতি কথা এই উপস্তিত বুদ্ধি থাকলে যে কোন পরিস্তিতি থেকে বের হওয়া যায়) ( নীতি কথা এই অক্ষম ও অনেক সময় অনেক কাজে সাহায্য করতে পারে যা কখনো সক্ষমেরাও পারেনা।) ব্যাঙ বের হয়ে এল। কিন্তু সে তার বিপদের সঙ্গিকে ভুলে গেলনা। সে বনের ভেতর থেকে জিরাফ মামাকে নিয়ে এলো। জিরাফ মামা তখন সিংহ মামাকে গর্ত থেকে বের করে নিয়ে আসলো। তার পর সবাই সুখে বনে বাস করতে লাগলো।

—– নীতি কথা এই জীবনে যত কষ্ট আসুক যত বিপদে পড়েন না কেন হতাস হবেন না অপেক্ষা করুন নতুন করে বেচে উঠবেন।

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভানুধ্যায়ী এবং সম্মানিত অবদানকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

দুঃখিত!