একটি পেন্সিলের গল্প —- খোকন রেজা

[আমি তখন নটরডেম কলেজের ছাত্র। দেশের সেরা কলেজগুলোর মধ্যে শ্রেষ্ঠ কলেজ হিসেবে খ্যাত। দেশের সেরা সেরা ছাত্রদের মাঝে নিজেকে কখনো কখনো ভীষণ অসহায় মনে হতো। ধীরে ধীরে বুঝতে শুরু করলাম এই সেরা ছাত্রগুলোর সিংহভাগই আমারই মতন অতি সাধারন আর লুকিয়ে লুকিয়ে ওরা আমারই মত ‘মাসুদ রানা’ আর ‘রিডার্স ডাইজেষ্ট’ পড়ে আর কলেজ ক্যান্টিনে বসে ক্যাপস্টেন বা ষ্টার সিগারেট ফুঁকে। দিব্যি করে বলতে পারি চেক করা হলে প্রায় সবারই কাঁধে ঝোলানো ব্যাগে এগুলোর মধ্যে অন্ততঃ দুটা হয়তো পাওয়া যেতোই। পরবর্তীতে বাংলা ম্যাগাজিন ‘সাপ্তাহিক বিচিত্রা’ অবশ্য রিডার্স ডাইজেষ্টের প্রচার সংখ্যা অনেকটাই কমিয়ে দিয়েছিল। তখনকার রিডার্স ডাইজেষ্টে (সম্ভবতঃ হংকং থেকে ছাপা হতো)পড়া কয়েকটি ঘটনা বা গল্প আজও স্মৃতিপটে উজ্জ্বল হয়ে আছে। স্মৃতিপট থেকে নেয়া কিছু গল্প এগুলো…]
পৌত্র: কি লিখছো দাদী? আমাকে চিঠি লিখছো, আমাকে নিয়ে লিখছো?
দাদী: হ্যাঁ তোমাকেই লিখছি, তবে তোমার সম্পর্কে লেখার পাশাপাশি এই বিশেষ পেন্সিলটির কথাও লিখছি..তুমি যখন বড় হবে এটার কথা তোমার মনে পড়বে…
পৌত্র: কিন্তূ দাদী এটাতো অন্য সব পেন্সিলের মতই একটা সাধারণ পেন্সিল..
দাদী: না। এটা হচ্ছে দেখার বিষয়। তুমি যেভাবে নেবে, যে ভাবে দেখবে সেভাবেই সব তোমার কাছে প্রতিভাত হবে..এর চারটা গুন আছে, যদি এগুলোকে নিজের মধ্যে লালণ করতে পারো পৃথিবীধন্য এক বাসিন্দা হতে পারবে…
প্রথমত: এই পেন্সিল দিয়ে তুমি এমন কিছু করতে পারো,আঁকতে পারো, লিখতে পারো যা বিশ্বকে বিস্মিতও করতে পারে। স্রষ্টা সবার মাঝেই এক অপার শক্তি দিয়ে রেখেছেন যার ব্যাবহার কেউ করে, কেউ করেনা। ভুলোনা আইনস্টাইন আর রবীন্দ্রনাথও এক সময় তোমার মতই শিশু ছিলেন…
দ্বিতীয়ত: লেখার জন্য তোমাকে মাঝে মধ্যেই থামতে হবে, পেন্সিলকে ধারালো করতে শার্পনার ব্যাবহার করতে হবে। সামান্য আহত হলেও ধারালো করতে এটুকু কষ্টতো পেন্সিলকে সইতেই হবে। তোমার জীবনেও কিছু কষ্ট কিছু বেদনাতো থাকবেই, যেগুলো তোমাকে অনেকবেশী সাহসী আর সহনশীল হতে সাহায্য করবে…
তৃতীয়ত: পেন্সিলে লেখায় কোন ভুল হলে ইরেজার ব্যাবহার করে সংশোধন করা যায়। তোমার জীবনেও কোন ভুল হয়ে থাকলে সেটা সংশোধন করে তুমিও চলতে পারবে ন্যায়ের পথে…
চতুর্থত: পেন্সিলে কাঠের আবরণতো খোলস মাত্র, আবরনের ভেতরের শীষটাইতো বা গ্রাফাইটই তো আসল লেখনি। তোমার অন্তর্নিহিত আকাঙ্ক্ষাকে প্রাধান্য দাও, মনের জগতের বাইরের জগতটাও যেন হয় শুধুই তোমার…

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভানুধ্যায়ী এবং সম্মানিত অবদানকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

দুঃখিত!