হযরত আমর যাজাজী (রঃ) বলেন, আমি হজ্জের ভ্রমণে রওয়ানা হওয়ার সময় হযরত জোনায়েদের সাথে সাক্ষাত করতে গেলাম। তিনি আমাকে একটি ভাল দেরহাম দিলেন। আমি তা যত্নের সাথে কোমরে বেঁধে রাখলাম। ভ্রমনের সময় ঐ দেরহামটি খরচ করার কোন প্রয়োজন হয়নি। যখন যাহা প্রয়োজন হয়েছে আল্লাহ্ পাক তার ব্যবস্থা করে দিয়েছেন।
হজ্জ হতে ফিরে এসে হযরত জুনায়েদের সাথে দেখা করতে গেলে তিনি হাত পেতে বললেন, আমার দেরহাম ফেরত দাও। আমি দেরহামটি ফেরত দিলে তিনি বললেন, ভ্রমনের সময় দেরহামটি কেমন কাজে এসেছে? আমি বললাম, তার বরকতে আমার কোন জিনিসের অভাব হয়নি।
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।