একটি অবাধ্য ঘোড়ার কথা

হযরত আনাস (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, একবার মদীনা বাসীদের মধ্যে শত্রু আক্রমণের আশংকা ছড়িয়ে পড়ল। রাসূলুল্লাহ (সাঃ) হযরত আবু তালহার ঘোড়ার উপর সওয়ার হয়ে পরিস্থিতি পর্যবেক্ষনের জন্য নিজেই চলে এলেন।

ঘোড়াটি ছিল চটা। কিন্তু তিনি ফিরে এসে বললেন, ঘোড়াটিকে তো আমি সমুদ্রের মত দ্রুতগামী পেয়েছি তার পর (রাসূলুল্লাহ (সাঃ) এর বরকতে) দ্রুতগমনে কোন ঘোড়াই তার সাথে মোকাবেলা করতে পারত না।

একটি অবাধ্য ঘোড়ার কথা

হযরত আনাস (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, একবার মদীনা বাসীদের মধ্যে শত্রু আক্রমণের আশংকা ছড়িয়ে পড়ল। রাসূলুল্লাহ (সাঃ) হযরত আবু তালহার ঘোড়ার উপর সওয়ার হয়ে পরিস্থিতি পর্যবেক্ষনের জন্য নিজেই চলে এলেন।

ঘোড়াটি ছিল চটা। কিন্তু তিনি ফিরে এসে বললেন, ঘোড়াটিকে তো আমি সমুদ্রের মত দ্রুতগামী পেয়েছি তার পর (রাসূলুল্লাহ (সাঃ) এর বরকতে) দ্রুতগমনে কোন ঘোড়াই তার সাথে মোকাবেলা করতে পারত না।