বিকাল৪:১৪। আমারফোনটি বেজেউঠল।আমি তখনঅফিসে।আমার অফিসগুলিস্থানে…………..
-হ্যালো?
– রাসেল?
-জ্বি……???
-আমি সুমন।
-হুমমম……
– চিনছো?
-হ্যাঁ…….কেমনআছিস তুই? এতদিন পর?
– দোস্ত আমিখুব বিপদেপড়েছি………..আমি আর আমারবেষ্ট বন্ধুএখন উত্তরার১১নং এআটকে আছি…….আমাদের কে উদ্ধারকর………….
-কেন? কিহইছে? আরসিলেট থেকেআবদুল্লাপুরে কিকরস?
– আরে আমিএয়ারপোর্টে ট্রেনথেইক্কা নামনের পরই পকেটচেক কইরাদেহি মানিব্যাগহাওয়া……………….
-আহারে!!!
– অহন আমিকি করমু?
-এক কাজকর।আমার বাসাচিনস? সেখানেআয়।
– শ্যামলীতে না?
-না, এখনমিরপুর শ্যাওড়াপাড়ায়থাকি।
– আমু কেমনে? টাকা পয়সানাই।।।।
-সিএনজি ল। টাকাআমি দিবনে।
– ওকে।আইতাছি।
আমারকাজিন সুমন। সিলেটথেকে উত্তরায়এসে বিপদেপড়েছে।সে আমাদেরবাড়িতে আসামাত্রই ঘটনারশুরু।
২ঘন্টা পরসুমনের ফোন………………
-হ্যালো রাসেল? আমি আইয়াপড়ছি………তুইআইবি না?
– হ্যাঁ….আসতেছি। এখনবাসে……..
লোকালবাসে প্রায়ঝুলে ঝুলেবাসায় ফিরছিলাম……….
১৫-২০মিনিট পর উল্লেখযোগ্যপরিমাণ লোকনেমে গেল। ওইসময়ে অফিসছুটির সময়েএমন টাহবার কথানয়।
আমিসবার সামনেসিটে বসলাম।
একটুপরই একটিঅসুস্থ লোককেচার জনলোক ধরেধরে ইঞ্জিনেরসামনের সিটেএনে বসাল।
লোকটিজিমুছ্িল।
আমারত লোকটিকেথেকেই ভয়ভয় করছিল। চারজনলোক একজনকেধরে বসেআছে………..
বাসটিসাইন্স ল্যাবরোটারিতেআসা মাত্রইলোকটি বড়বড় চোখতুলে আমারদিকে তাকালো।
আমিভয় পেয়েগেলাম।
-এই তুইএখানে কিকরতেছিস?
-মানে???
-সর সামনেথেকে….
-কেন?
-আমি ওখানেশোব।সর………………
আমিসরে গেলাম। গিয়েএকদম গেইটেদাড়াঁলাম।
তোতার সাথেযেই চারজনছিল তাদেরএকজনকে প্রশ্নকরলাম, ওনারকি হয়েছে?
– এই যেভাই, কিহইছে?
– জিন আসরকরছে।
-নাম কিওনার?
-রাসেল!!!!
– এই জন্যইত বলি……………………… (নামে মিতায়ঢাকে!!!)
ওইদিন কোনরকমে বাসথেকে নেমেগেলাম।
বাসায়ঢুকে দেখিতারা আমারমা’রসাথে ভুতেরগল্প করছে। আমিঢুকেই বাথরুমেগেলাম।আয়নার দিকেতাকাতেই আমারনিজের মুখটিকেকেমন জানিঅচেনা লাগছে!
তারপরসবার সাথেআমার ঘটনাটিশেয়ার করলাম। মাত হাসতেহাসতে শেষ!
কিন্তুসুমন খুবভয় পেল।
ওইদিনরাতে খাবারেরপর আমিফিল্টার থেকেপানি খাচ্ছিআর ফাহাদের(সুমনের সাথেআসছিল) দিকেতাকিয়ে রয়েছিঠিক তখনইএকটি ছায়া(!) কে দৌড়েবাথরুমের দিকেযেতে দেখলাম!
আমারকথাটি কেউইবিশ্বাস করলনা।আমার তখনজ্বর এসেগেল।
রাতেতিনজন ( আমি, সুমন, ফাহাদ) একসাথে ঘুমানোরসিদ্ধান্ত নিলাম।
তোআমি আরসুমন শুয়েপড়লাম এবংফাহাদ বাথরুমেগেল।
হঠাৎফাহাদের চিৎকারেআমরা অবাকহয়ে গেলাম। দৌড়েবাথরুমে গিয়েদেখি ফাহাদবেহুঁশ হয়েপড়ে আছে।
১০মিনিটপর ফাহাদজেগে উঠলেসে যাবলল তাএক রকমঅদ্ভুত।।!!!
তারভাষ্যমতে……………
-আমি যেইমাত্র মুখেফেসওয়ার দিলামতখনই বাথরুমেরকমড দেখেএকটি রক্তাক্তহাত উঠেআমার দিকেআসতে চাইছিল………..তারপর আর মনেনেই।
সেইরাত্রে শোবারপর আমিজানালা দিয়েবিভিন্ন প্রকারআলো দেখছিলাম।
পরেরদিন সন্ধ্যায়সুমনকে বাসেউঠিয়ে দিয়েআসছিলামৃ……. হঠাৎ ৬ b¤^i রোডে আসা মাত্রইএশটি সাতফিট (!) উঁচা একটি অদ্ভুতশেপ (গোলাকার) আমার দিকেছুটে আসছিল……………..আমি দৌড়াচ্ছি আরদৌড়াচ্ছি…………………
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভানুধ্যায়ী এবং সম্মানিত অবদানকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।