একটা সুখ পাখির গল্প…….

এই পৃথিবীর কোন এককোণে বাস করতো একটা সুখ পাখি,সে থাকতো তার মনিবের কাছে বন্ধি।পাখিটা খাঁচার মধ্যে অনেক ছটফট করত,কেননা সে ছিল উড়ন্ত স্বভাবের দুরন্ত পাখি।কিন্তু কালের বিবর্তনে পাখিটা সেই খাঁচায় নিজ জীবন স্থির করে নিলো।সে বন্ধি থেকে দেখত তার চারপাশের পরিবেশ।সে ভাবতো-অন্য সবাইতো আর আমার মতো বন্ধি নয়,তবে কেন আমার এই হাল।তবুও সে খাঁচায় তার জীবনটা মেনে নিলো……!

কিন্তু হঠাৎ…..একদিন তার সামনে এসে পড়লো এক অচিন পাখি,ওই পাখিটাকে দেখে সুখ পাখিটা তাকে ভালোবেসে ফেললো,অচিন পাখিটা রোজ তার খাঁচার সামনে এসে বলতো-
“চলো না দুজন, ওই আকাশে উড়ে বেড়াবো!!
হারিয়ে যাবো ওই দুর সীমানায়,
কেও ছুঁতে পারবেনা আমাদের,
স্বপ্নের রংতুলি দিয়ে সাজাবো নতুন ভুবন……”

তারপর থেকে সুখ পাখি নতুন নতুন স্বপ্ন দেখতে শুরু করলো,কিন্তু যখনই সে স্বপ্ন পুরন করতে চাইলো,দেখল সে তো খাঁচায় বন্ধি অসহায় পাখি।সে শুধু স্বপ্নই দেখতে পারে উড়বার, কিন্তু বাস্তবে তা সম্ভব না।এরপর পাখিটি মন মরা হয়ে ছটফট করতে থাকে ওই অচিন পাখিটির কাছে যাওয়ার জন্য………!
তার মনিব যখন এই অবস্থা দেখল,তখন মনিব পাখিটিকে মুক্ত করে দিলো,আর বলল-
“যা……নিজ জীবন উপভোগ কর,
কিন্তু মনে রাখিশ অচিন পাখি,
এসেছে অচিন দেশ থেকে,
সে তোকে একা ফেলে চলে যাবে,
অন্য কোন এক সুখ পাখির সাথে……”

তারপর সুখ পাখি আর অচিন পাখি একসাথে কাঁটালো ভালোবাসার অনেকগুলো দিন।দুজনে মিলে সাজালো তাদের সুখের নীড়।কিন্তু হঠাৎ একদিন……সুখ পাখিটি দেখল অচিন পাখিটি আর নেই তার পাশে।সে দিশেহারা হয়ে খুজতে লাগলো তাকে।অচিন পাখিটি সত্যি সত্যি সুখ পাখিকে ফেলে চলে গেলো অন্য সুখ পাখির সাথে আরেক দেশে।

সুখ পাখিটি তখন বুজতে পারলো যে সত্যি সে এমন একজনকে নিয়ে আকাশে উড়তে চেয়েছিল যে কখনও তার ভালোবাসাকে বুঝতে পারেনি।আর তাই দুঃখ-হতাশা আর গ্লানি নিয়ে সুখ পাখি সেই বন্ধি খাঁচায় আবার ফিরে গেলো।সে আর আকাশে উড়তে চায় না।আঁকতে চায় না স্বপ্নের রংতুলি দিয়ে নতুন কোন স্বপ্ন……একা একা সুখ পাখিটি ভাবে কি ভুল ছিল তার!! ভালো ই-তো বেসেছিল হৃদয় উজাড় করে……তবে কেন অচিন পাখিটি তাকে বুঝল না…………!।।

সুখ পাখিটি আজ বুজতে পারলো =>
“যে অচিন পাখি এমন একজনকে হারিয়েছে যে তাকে সবচেয়ে বেশি ভালোবাসতো,কিন্তু সুখ পাখি এমন একজনকে হারিয়েছে যে তাকে কখনই ভালোবাসেনি……”
তাই আজ সুখ পাখিটি একা মনে খুজে ফিরে তার ভালোবাসার পাখিটিকে।সে আজও বিশ্বাস করে যে তার জীবনেও আসবে কথিত এমন এক সুখ পাখি যে ভালবাসবে তাকে নিঃস্বার্থভাবে…………

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভানুধ্যায়ী এবং সম্মানিত অবদানকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

দুঃখিত!