
একটি ছেলে মন্দিরে থেকে পড়ালেখা করত। এক রাতে একটি মেয়ে এসে বলল:
মেয়ে: “দেখুন, বাইরে ডাকাতি হচ্ছে। আমাকে একটু থাকতে দিন।”
ছেলে: “দেখুন, আমি এই মন্দিরে থেকে পড়ালেখা করি। যদি কেউ আমাদের একসঙ্গে দেখে, তাহলে আমাকে তাড়িয়ে দেবে। আপনি চলে যান।”
মেয়ে: “আমি এখন চলে গেলে আমার সম্মান হারাতে হবে। কিন্তু মন্দিরে থাকলে আমার কোনো ক্ষতি হবে না।”
অনেক ভেবে ছেলেটি মেয়েটিকে থাকতে দেয়। ডাকাতদের মারামারির পর—
ছেলে: “চলুন, আপনাকে এগিয়ে দিয়ে আসি।”
মেয়ে: “এত রাতে? আমি যাব না। আমি সকাল হলেই চলে যাব।”
ছেলে: “আপনার সঙ্গে কেউ দেখলে আমার ক্ষতি হবে।”
মেয়ে কিছুতেই যেতে রাজি নয়। সারারাত তারা দু’জন দুই পাশে জেগে রাত কাটিয়ে দেয়। কিন্তু মেয়েটি খেয়াল করে, ছেলেটি বারবার আগুনে তার হাত পুড়িয়ে নিচ্ছে।
ভোর হওয়ার আগে—
ছেলে: “চলুন, আর থাকা যাবে না। আপনাকে পৌঁছে দিয়ে আসি।”
মেয়ে: “যাব, তার আগে বলুন—আপনি বারবার আগুনে হাত পুড়াচ্ছিলেন কেন?”
ছেলে: “এটা আমার ব্যক্তিগত ব্যাপার।”
মেয়ে: “না বললে যাব না।”
ছেলে: “যখনই আপনার ওপর কু-নজর আসছিল, তখনই হাত পুড়িয়ে বলছিলাম—নরকের আগুনের এক ভাগ মাত্র!”