১টা ছেলে বাইরের ১টা মন্দিরে থেকে পড়ালেখা করে|
হঠাৎ ১দিন রাতে ১টা মেয়ে এসে বলে ~ ~ ~
মেয়ে: দেখেন বাইরে ডাকাতি হচ্ছে আমায় একটু থাকতে দিন|
ছেলে: দেখেন আমি এই
মন্দিরে থেকেই পড়ালেখা করি|
আপনার সাথে আমাকে যদি কেউ
দেখে তাহলে আমাকে তাড়িয়ে দেবে|
আপনি চলে যান|
মেয়ে: আমি এখন চলে গেলে আমার সম্মান হারাতে হবে|
কিন্তু মন্দিরে থাকলে আমার
কোন ক্ষতি হবেনা|
ছেলেটি অনেক ভেবে মেয়েটিকে থাকতে দেয়|
ডাকাতদের মারামারির পরঃ-
ছেলে: চলেন আপনাকে এগোয়
দিয়ে আসি|
মেয়ে: এত রাতে?
এত রাতে আমি যাবোনা|
আমি সকাল হলেই চলে যাবো|
ছেলে: আপনার সাথে কেউ দেখলে আমার ক্ষতি হবে|
মেয়েটি কিছুতেই যাইনা|
সারারাত তারা ২জন ২পাশে জেগে রাত কাটিয়ে দেয়|
কিন্তু মেয়েটি খেয়াল করে ছেলেটি একটু পর পর আগুনে তার হাত
পোড়াচ্ছে|
ভোর কির্তনের আগেঃ
ছেলে: চলেন আর থাকা যাবেনা|
পৌছে দিয়ে আসি|
মেয়ে: যাবো| তার আগে বলেন একটু পর পর আগুনে হাত
পোড়াচ্ছিলেন কেন?
ছেলে: এটা আমার ব্যক্তিগত
ব্যাপার|
মেয়ে: না বললে যাবোনা|
ছেলে: যখনি আপনার উপর কু-নজর আসছিলো তখনি হাত
পুড়িয়ে বলছিলাম নরকের আগুনের ১ভাগ মাত্র|
»→ উপদেশঃ নরক যন্ত্রনার কথা মনে থাকলে, বাজে কাজ করা থেকে দুরে থাকা যায়।