একজন সৈনিকের অজানা মৃত্যু
চেনাব এবং জাহালুম সমদ্রের মাঝামাঝি স্থানে খেজুরের অনেক বাগান রয়েছে । অসংখ্য খেজুর গাছের মধ্যে একটি খেজুর গাছ অনেক উঁচু ছিল । সে গাছের খেজুর অন্য গাছের তুলনায় অধিক মিষ্টি ছিল বিধায় এলাকার সকলেই অনেক পছন্দ করত । একবার একটি বড় সাপ সে গাছে ওঠে অবস্থান করতে শুরু করল । আগে তো মানুষ খেজুর পাড়তে গাছে উঠে যেত । কিন্তু এখন এর তা সম্ভব হচ্ছে না । গাছে সাপ থাকাতে সুস্বাদু খেজুর থেকে মানুষ বঞ্চিত হল । বাগানের নিকটবর্তী এলাকার এক অবুঝ বালক পূর্বের ন্যায় খেজুর গাছে ওঠে গেল । যখন সে সাপের কাছাকাছি গেল সাপ নিজের শরীরের বেষ্টনিতে বালকটিকে পেঁচিয়ে ধরল । এমনিকি সাপটি তার মুখ বালকের মুখ বরাবর করে ফুঁস ফুঁস করতে লাগল ।
বালক কিংকর্তব্যবিমুঢ় হয়ে গেল । কারন নিচে নামার সুযোগ নেই । এদিকে সাপের প্যাচে আটকা পড়ে আছে, অন্যদিকে নাড়াচাড়া করলে দংশন করতে পারে । ঘটনাটি এক ব্যক্তি দূর থেকে দেখে দৌড়ে তার বাড়ি গিয়ে ভাইদের খবর দিলে তারা বন্দুক নিয়ে ঘটনা স্থলে পৌছল । এলাকার বহু লোক একত্রিত হয়ে গেল । বন্দুকচালক যেদিক থেকে টার্গেট করে সাপের সাথে বালক ও গুলির আওতায় পড়ে যায় । কোন ভাবেই আশঙ্খা মুক্ত ছিল না । সে এলাকায় এক সৈনিক ছুটিটে বাড়ী এসেছিল খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বলল, দেখি! সে যদি গাছে থাকে, সাপ তাকে রক্ষা করবে না, ছোবল মারবেই ।
আমি বাঁচাতে চাচ্ছি, আল্লাহ না করুন যদি টার্গেট মিস হয় তাহলে কিন্তু আমাকে দায়ী করতে পারবেন না । তারা বলল ঠিক আছে চেষ্টা করা হোক ভাগ্যে যা আছে তাইতো হবে । সৈনিক লোকটির নিশানা ঠিক করার জন্য একটু পিছনের দিকে গেলে কাঁদা মাটিতে তার বুটজুতা আটকে যায় । জুতা সেখানে ছেড়ে দিয়ে, বিপরীত দিকে গিয়ে অত্যন্ত দূরদর্শিতার সাথে গুলি করা মাত্রই সাপের গলায় লেগে গলা কেটে নিচে পড়ে গেল সাথে সাথে বাকী অংশ ও আলাদা হয়ে পড়ে গেল । সকলেই সীমাহীন খুশী হল এবং সুদক্ষ সৈনিকের দক্ষতার খুবই প্রশংসা করতে লাগল । আল্লাহর শান বুঝা অনেক কঠিন কারন সাপের মাথাটা সৈনিকের জুতার ভিতর পড়েছিল। । সে একজনকে জুতা গুলা এনে দিতে বলল । লোকটি বহু খুঁজাখুঁজি করে পাচ্ছিলো না বিধায় নিজেই তার জুতা উঠিয়ে আনতে গেল । জুতা তো পেয়েছে কিন্তু জুতার ভিতরে ছিল সাপের কেটে পড়া মাথা । অসতর্ক অবস্থায় বুটজুতা পায়ে দেয়া মাত্রই সাপের বিষ শরীরে ছড়িয়ে পড়ার কারনে জমিনে লুটিয়ে পড়ল এবং ওখানেই চির বিদায় নিয়ে গেল । আল্লাহু আকবর ! কিছুক্ষন পূর্বে যে লোকটি অন্যর জীবন বাঁচিয়ে বীরত্বের পরিচয় দিলেন, সে এখন মৃত্যুর কোলে ঢলে পড়ল ।