একদা এক বনে এক হরিণ ছিল।কোন এক দূর দুর্ঘটনায় তার এক চোখ অন্ধ হয়ে গেল।সেই জন্য তাঁর মনে খুব দুঃখ ছিল।তাঁর কোনো বন্ধু-বান্ধবও ছিল না।সে একা একা থাকতে ভালোবাসত।
একদিন সে বনের এক তিরে ঘাস খেতে এসেছিল।বিপদ যদি আসে তা ডাঙার দিক থেকেই আসবে মনে করে তার ভালো চোখটা
নিয়ে ডাঙার দিকে লক্ষ্য রেখে ঘাস খাচ্ছিল।যাতে শিকারি আসতে দেখলে পালিয়ে যেতে পারে।কিন্তু হরিণ ভাবল এক আর হল এক।
ভাগ্যের এমন পরিহাস যে,সেই সময় নদীর উপর একদল শিকারি যেতে যেতে হরিণটাকে দেখতে পেয়ে তাকে তির মারল।হরিণ টি
শিকারি দের হাতে মারা পড়ল।মরবার সময় হরিণ টি আপশোষ করে বলতে লাগল-হায়!বিপদতো আমি ডাঙার দিক থেকে আসবে বলে মনে করিছিলাম।
তাই ডাঙার দিক আমি তাকিয়ে ছিলাম।
আর সেই নদীর দিক থেকে বিপদ আসবে তা স্বপ্নেও ভাবিনি।অথচ মারা পড়লাম আমি সেই দিক থেকে ছোঁড়া তীর থেকে।
উপদেশঃবিপদ দিক ঠিক করে আসে না।
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভানুধ্যায়ী এবং সম্মানিত অবদানকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।