উহুদ প্রান্তরের প্রথম শহীদ—আমরা সেই সে জাতি –– আবুল আসাদ

উহুদ যুদ্ধ সমাগত। মদীনার এক পল্লী–কুটিরে যুদ্ধসাজে সজ্জিত হচ্ছেন হযরত আবদুল্লাহ ইবন আমর ইবন হারাম। হাসি যেন তাঁর মুখ থেকে উপচে পড়ছে। যুদ্ধে বের হওয়ার আগে তিনি পুত্র জাবিরকে ডেকে বললেন,
“পুত্র! আমার অন্তর বলছে, এ যুদ্ধে আমিই সর্বপ্রথম শাহাদাত বরণ করব।”
কথা বলার সময় তাঁর মুখের হাসি দেখে মনে হয়, যেন তিনি ঈদের আনন্দে সামিল হতে যাচ্ছেন।

উহুদের যুদ্ধের কঠিন মুহূর্ত। ভীষণ যুদ্ধ চলছে। হযরত আবদুল্লাহর কথাই সত্য হলো। তিনি উসামা ইবন আওয়ার ইবন উবাই–এর হাতে শাহাদাত বরণ করলেন। তাঁর রক্তাক্ত দেহ লুটিয়ে পড়ল উহুদের ময়দানে। হযরত আবদুল্লাহ আগেই ভীষণভাবে ক্ষতবিক্ষত হয়েছিলেন। প্রাণহীন দেহ যখন মাটিতে লুটিয়ে পড়ল, তখনও তাঁর উপর চলল নির্যাতন। বিকৃত করা হলো তাঁর দেহ। কিন্তু মুখে তখনও সেই বেহেশ্তি হাসি।

আঘাতে আঘাতে বিকৃত তাঁর দেহের দিকে তাকিয়ে চিৎকার করে কেঁদে উঠল হযরত আবদুল্লাহর মেয়ে ফাতিমা। মহানবী (সা) সেদিকে তাকিয়ে তাকে সান্ত্বনার সুরে বললেন,
“জানাজা শেষ না হওয়া পর্যন্ত ফেরেশতারা তাকে ছায়া দিয়ে রেখেছে।”

পাহাড়–ঘেরা উহুদের এক প্রান্তে আরও একজন শহীদের সাথে তাঁকে দাফন করা হলো। ছয় মাস পর তাঁর পুত্র জাবির তাঁকে সেই কবর থেকে তুলে আরেক কবরস্থানে দাফন করলেন। তখনও তাঁর দেহ ছিল অবিকৃত। মনে হয়েছিল, যেন তাঁকে আজই দাফন করা হয়েছে।

উহুদ যুদ্ধের বেশ কিছু দিন পরের ঘটনা। একদিন হযরত আবদুল্লাহর পুত্র হযরত জাবিরকে কাছে পেয়ে মহানবী (সা) উহুদ যুদ্ধের প্রথম শহীদ তাঁর পিতা সম্পর্কে একটি সুসংবাদ দিলেন। বললেন,
“আল্লাহ পর্দা ছাড়া কারও সাথে কথা বলেন না। কিন্তু তোমার পিতার সাথে তিনি সরাসরি কথা বলেছেন। বলেছেন, ‘যা চাও তাই দেওয়া হবে।’ তোমার পিতা উত্তরে বলেছিলেন, ‘আমার আশা, আরেকবার আমি দুনিয়ায় গিয়ে শহীদ হয়ে আসি।’
আল্লাহ জবাব দিয়েছিলেন, ‘যে দুনিয়া থেকে একবার আসে, আর ফিরে যেতে পারে না।’ অতঃপর তোমার পিতা তাঁর সম্পর্কে ওহী চেয়েছিলেন। সেই ওহী আমার কাছে এসেছে:
যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত।”

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

সম্পর্কিত পোস্ট

দুঃখিত!