টাইহ্যাং পর্বতের নীচে লি জিয়াং নামের এক লোক দাঁড়িয়ে ছিলো। লি দেখলো এক লোক ঘোড়ার গাড়িতে চড়ে উত্তর দিক বরাবর খুব দ্রুত ছুটে চলেছে। কৌতুহলবশত লি ঘোড়ার গাড়িচালককে ইশারায় থামিয়ে জিজ্ঞাসা করলেন, “আপনি কোথায় যাচ্ছেন?”
ঘোড়ার যাত্রী উত্তর দিলেন, “আমি চু প্রদেশে যাচ্ছি।”
লি বললেন, “চু প্রদেশ তো দক্ষিণ দিকে, আপনি তো উত্তর দিকে যাচ্ছেন। এদিকে গেলে তো আপনি চু প্রদেশে পৌছাতে পারবেন না।”
যাত্রী তার কথা কানে না তুলে বললেন, “আমার ঘোড়া বেশ শক্তিশালী ও অনেক দ্রুত দৌড়াতে পারে। আমি অবশ্যই পৌছাতে পারবো।”
লি অবাক হয়ে বললেন, “আপনার ঘোড়া যত দ্রুত ছুটবে আপনি চু প্রদেশ থেকে তত দূরে সরে যাবেন।”
যাত্রী হেসে বলে উঠল, “এটা কোনো ব্যাপার না আমার গাড়ির চালক বেশ দক্ষ। সে খুব ভালো ঘোড়ার গাড়ি চালায়।”
এই বলে সে তার চালককে এগোনোর নির্দেশ দিলেন। চালকও তার মালিকের হুকুম পেয়ে চাবুক মেরে হৈ হৈ করে এগিয়ে গেলো দ্রুত বেগে।
পেছন থেকে লি চেচিয়ে বললো, “আপনার চালক যতই দক্ষ হোক না কেনো চু প্রদেশ দক্ষিণে ফেলে উত্তরে গিয়ে আপনি সঠিক জায়গায় পৌছাতে পারবেন না।”
কিন্তু কে শোনে কার কথা। গাড়ি ততক্ষণে চলে গেছে অনেক দূর।
নীতিকথাঃ ভুল পথে এগিয়ে কখনোই কেউ তার গন্তব্যে পৌছাতে পারে না।
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভানুধ্যায়ী এবং সম্মানিত অবদানকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।