ইচ্ছে ছিল অনেক দূরের পাহাড়ের মাটির রাস্তায় হেঁটে বেড়াব। চেয়েছিলাম পাহাড়ি ওই লাল মাটির রাস্তায় খালি পায়ে হেঁটে নতুন পথে দিগন্ত ছোঁয়ার চেষ্টা করবো। নতুন পথে পায়ের ছাপ রেখে হারাবো অজানায়।
ইচ্ছে ছিল একলা এক সন্ধ্যায় সাগরের জলে দু’পা ভিজিয়ে নোনা জলে সব অপূর্ণ স্বপ্ন ভাসিয়ে দিব। বালুতে রেখে যাবো মুছে যাওয়া পদচিহ্ন। হারাবো ওই জলরাশির উচ্ছ্বাসে।
ইচ্ছে ছিল উচ্চতা ভীতি দূর করে ওই আকাশ থেকে ঝাঁপ দিব ওই সবুজ ছুঁয়ে দিতে। মনের সমস্ত এলোমেলো ভাবনা ছুঁড়ে দিব মেঘের পরতে পরতে। ভাবনাগুলো মেঘ ছুঁয়ে আকাশটাকে জানাবে ভাবনার রাজ্যে ভেসে বেড়ানো শত বৃষ্টিমালার কথা।
ইচ্ছে ছিল প্রিয় কবিতাগুলোর লাইনে লাইনে আঁকব ছবি। ক্যানভাসে রঙেরা খেলবে প্রিয় কবিতার শব্দে। নির্বাক করে দেয়া কষ্টগুলো ভেসে যাবে রঙের ছোঁয়ায়। রঙেরা বলবে শত মুহূর্তের কথা , বলবে “জীবনটা ঠিক এই রকম রঙিন , জীবনটা ঠিক এই রকম সাদাকালো” ।
ইচ্ছে ছিল হাঁটবো এক অজানা বিরান পথে। ভাগাভাগি করে নেয়া হেডফোনের সাথে যেখানে সুরেরা হারাবে পথের এ মোড় ও মোড়ে। নাম না জানা ওই পথ ভাবাবে আরেকবার যান্ত্রিক শহুরে জীবন নিয়ে।
ইচ্ছে ছিল বৃষ্টিতে মিশিয়ে দিবো আনন্দের প্রতিটা কণা। আনন্দ বয়ে যাক বৃষ্টি ছুঁয়ে যাওয়া প্রতিটা মানুষের বুকে। মনের সব রাগ , ঘৃণা , অভিমান বৃষ্টির ছোঁয়া পেয়ে হয়ে উঠবে প্রিয় কোন ফুলের কলি হয়ে।
ইচ্ছে ছিল কালবৈশাখীর ঝড় দেখবো এক খোলা মাঠে বসে। ঝড়ো বাতাসে উড়িয়ে দিবো না বলা সব অসমাপ্ত কথার ফানুস। ওই ঝড়ো হাওয়ার তোড়ে উড়ে যাবে কথামালারা অতি চেনা , অতি পরিচিত হারিয়ে যাওয়া পথে।
ইচ্ছে ছিল লিখব এক নিয়মভাঙ্গার গল্প । যার প্রতি পাতায় থাকবে সাহসী সব মানুষের অদম্য সাহসের কথা। যার প্রতিটি শব্দ সাহস দিবে ধরাবাঁধা নিয়ম ভেঙ্গে সামনে এগিয়ে যেতে। হয় উঠবে সাহসের প্রতিচ্ছবি।
ইচ্ছেরা বড় ইচ্ছেময়। ইচ্ছেদের বসতবাড়িও অদ্ভূত মায়াময়, অদ্ভূত স্মৃতিময়। ইচ্ছেরা ভাগাভাগি করে নেয়া মুহূর্তের স্মৃতির দাগ। ইচ্ছেরা প্রিয় গানের সুরে জমে থাকা একরাশ আনমনে গেয়ে ওঠা মুহূর্ত।ইচ্ছেরা হেড ফোনে বাজতে থাকা প্রিয় গান। ইচ্ছেরা হচ্ছে লুকোচুরি করে প্রিয় মানুষকে একটু ছুঁয়ে দেয়া।
ইচ্ছেরা মায়াময়। সব ইচ্ছের নাম থাকতে হয় না। সব ইচ্ছের নাম জানার দরকার নেই। সব ইচ্ছের নাম থাকে না । কিছু কিছু ইচ্ছে মনের কুঠুরিতে বন্দি করে রাখতে হয়। কিছু ইচ্ছেকে ফানুসে ভরে হাওয়ায় ভাসিয়ে দিতে হয়। কিছু ইচ্ছে পূরণের জন্য ইচ্ছে থাকতে হয়। ইচ্ছেরা থাকুক তাদের জগতে। ইচ্ছেরা থাকুক ভালবাসায়।
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভানুধ্যায়ী এবং সম্মানিত অবদানকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।