ঈশপের গল্প-একটি লোক আর একটা সাপ

একটি বাড়ির উঠানের ঠিক পাশেই একটি গর্তে একটি সাপ বসবাস করত। একদিন সেই সাপের তীব্র ছোবলে বাড়ির মালিকের ছোট্ট সন্তানটি মারা গেল। এই ভয়ানক ঘটনায় বাবা-মায়ের দুঃখের সীমা রইল না। শিশুটির বাবা প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নিল এবং ঠিক করল যে সে সাপটিকে মেরে ফেলবে। পরের দিন, খাবারের সন্ধানে সাপটি যখন গর্ত থেকে বেরিয়ে এল, তখন সেই লোক কুড়ুল হাতে সাপের দিকে আঘাত করল। কিন্তু তাড়াহুড়োর কারণে কোপটি সাপের লেজে পড়ল, ফলে লেজটি কেটে গেল, কিন্তু সাপটি প্রাণে বেঁচে গিয়ে গর্তের ভেতরে পালিয়ে গেল।

কিছুক্ষণ পর লোকটির মনে হলো, আহত সাপটি এখন প্রতিশোধ নিতে পারে। তাই সে সাপের সাথে বোঝাপড়া করতে চাইল। শান্তির প্রতীক হিসেবে সে কিছু খাবার, রুটি আর নুন নিয়ে গিয়ে গর্তের সামনে রেখে দিল। কিন্তু সাপ বেরিয়ে এসে স্পষ্ট জানিয়ে দিল, “তোমার আর আমার মধ্যে কখনও আর কোনও সমঝোতা হবে না। তোমাকে দেখলেই আমার মনে পড়বে আমার লেজ কাটা যাওয়ার ব্যথা, আর আমায় দেখলেই তোমার মনে পড়বে তোমার সন্তানকে হারানোর কষ্ট।”

এই গল্পটি আমাদের শেখায় যে “যার কারণে আমরা যন্ত্রণা পেয়েছি, তার উপস্থিতিতে সেই যন্ত্রণার কথা ভুলে থাকা একান্তই কঠিন।”

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

দুঃখিত!