ইয়াজুজ ও মাজুজের কাহিনী-৩য় পর্ব

ইয়াজুজ ও মাজুজের কাহিনী-২য় পর্ব পড়তে এখানে ক্লিক করুন  

ইয়াজুজ ও মাজুজ কারা এবং এরা কোথায় আছে তা নিয়ে বহু মতের অবতারণা হয়েছে। এমন কি কেউ কেউ ককেশীয়দেরকে, মঙ্গলীয়দেরকে, চায়নাদেরকে ও রাশিয়ানদেরকে এবং তাদের আবাসিক অঞ্চলকে নির্দেশ করেছেন। পৃথিবীতে অনেক দেশ আছে প্রাচীর ঘেরা। অনেকে সে সব দেশের কথাও উল্লেখ করেছেন।

আধুনিক জ্ঞান-বিজ্ঞানের যুগে পাশ্চত্য সভ্যগণ ইয়াজু ও মাজুজের অস্তিত্বে স্বিকৃতি দিতে নারাজ এবং প্রাচীর ঘেরা তাদের আবদ্ধ অঞ্চলের অস্তিত্ব নিয়ে তারা সন্দিহান। সেহেতু পৃথিবীর জলস্থলের মাঝে এমন কোন স্থান নেই যা আজ মানুষের নিকট অজানা। পাহাড়, নদ-নদী, বন জঙ্গল, এমনকি সমুদ্র তলদেশের তথ্যও মানুষের নিকটি আজ পরিষ্কার। এমতাবস্থায় জুল কারনাইনের লৌহ প্রাচীর ইয়াজুজ ও মাজুজের আবাসস্থলের অস্তিত্ব তাদের নিকট স্পষ্ট নয়।

আধুনিক জ্ঞান-বিজ্ঞানের যুগে পৃথিবীতে অবরুদ্ধ একটি বিরাট এলাকা ও সেখানে বসবাসকারী এক ধরনের মানুষরুপী প্রাণী সভ্য মানুষের অগোচর থাকার কথা নয়। এ ব্যাপারে কোরানের, হাদীস ও জ্ঞান-বিজ্ঞানের সিদ্ধান্তের মধ্যে বিরাট এক বৈষম্য পরিলক্ষিত হচ্ছে। যা ঈমানদার মানুষের আক্বিদার ক্ষেত্রে এক বিরাট কন্টক। এছাড়া কোরআন ও হাদীসের যাবতীয় বর্ণনার ক্ষেত্রে অখন্ড যুক্তি প্রদর্শন অসম্ভব হয়ে পড়েছে। এ ধরনের একক বিভ্রান্তি সৃষ্টি অনভিপ্রেত এবং কোরান হাদীসের ভিত্তিমূলে এ আঘাত অনাকাঙ্খিত । এ বিতর্কিত বিষয় সম্বন্ধে হযরত আল্লামা আনোয়ার শাহ কাশ্মিরী যে বিবৃতি পেশ করে তা সর্বযুগে সকলের নিকট প্রহণযোগ্য। তিনি তাঁর কিতাবে ইয়াজুজ ও মাজুজের অবস্থান ও সেকান্দার জুল করনাইনের সৃষ্ট লৌহ প্রাচীর সম্বন্ধে লিখেছেন- এর অবস্থান পৃথিবীতেই বিরাজমান।

তবে সে প্রাচীরসহ সমুদয় এলাকা যদি আল্লাহ তায়ালা পাহাড় পর্বত দিয়ে ঢেকে দিয়ে থাকেন তাহলে বৈজ্ঞানিকদের পক্ষে তার অস্তিত্ব খুঁজে বের করা সম্ভব নয়। কোরআন হাদীসের বর্ণনায় কোন বিভ্রান্তি নেই। বিভ্রান্তি ঘটেছে আমাদের অনুসদ্ধান ও চিন্তা ভাবনায় ক্ষেত্রে। অতএব বিষয়টিকে  কুদরতী খেলা বলে গ্রহণ করলেই সব সমস্যার সমাধান হয়ে যায়। যেমন অকল্পনীয় কুদরতী ঘটনা ঘটেছে আসহাবে কাহাফের নিরুদ্দেশের ক্ষেত্রে। হযরত মুছা ও খেজেরের কার্য কলাপের মাঝে ও হযরত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মেরাজ গমনের ব্যাপারে।

সূত্রঃ কুরআনের শ্রেষ্ঠ কাহিণী

ইয়াজুজ ও মাজুজের কাহিনী-১ম পর্ব পড়তে এখানে ক্লিক করুন

You may also like...

দুঃখিত, কপি করবেন না।