ইহুদী নাসারাদের অনুসরণ

হযরত আবূ সাঈদ খুদরী (রাঃ) হতে বর্ণিত, রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, তোমরা পদে পদে পূর্ববতী লোকদের অনুসরণ করবে। এমনকি তাঁরা যদি গুই সাপের গুহায় ঢুকে, তবে তোমরাও এরুপই করবে। লোকেরা আরজ করল, পূর্ববতী লোক কি ইহুদী, নাসারা? উত্তরে তিনি হ্যাঁ সূচক উত্তর দিলেন।
ইহুদী-নাসারাদের বিষয়ে যে ভবিষ্যদ্বানী করা হয়েছিল তা ইতোপূর্বেই সম্পন্ন হয়েছে।


হিংসাপরায়ণতা, সত্যকে গোপন করা, দুনিয়ার প্রলোভেনে মিথ্যা মাসআলা বয়ান করা, আল্লাহর কিতাবে যে হুকুম আছে, তাকে গ্রহণকরা এবং যা নিজের মতের বিরুদ্ধে সেটাকে গোপন করে রাখা ইত্যাদি। ইহুদীদের চরিত্রে এ উম্মেতের বে-দ্বীন আলেমদেরও ইহুদীদের ঐ স্বভাব অনুসরণ করতে দেখা যায়। এরা বুজুর্গ ব্যক্তিদেরকে আল্লাহর সমমর্যাদায় জ্ঞান করত। তাদের এ স্বভাবটিও এই উম্মতের জাহেলী পীরজাদের মধ্যে পাওয়া যায়। এ ছাড়া বিধির আচার-অনুষ্টানে লোকেরা নাসারাদের অনুসরণ করতে থাকে। (বুখারী
ও মুসলিম)

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

দুঃখিত!