ইহুদী নাসারাদের অনুসরণ

হযরত আবূ সাঈদ খুদরী (রাঃ) হতে বর্ণিত, রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, তোমরা পদে পদে পূর্ববতী লোকদের অনুসরণ করবে। এমনকি তাঁরা যদি গুই সাপের গুহায় ঢুকে, তবে তোমরাও এরুপই করবে। লোকেরা আরজ করল, পূর্ববতী লোক কি ইহুদী, নাসারা? উত্তরে তিনি হ্যাঁ সূচক উত্তর দিলেন।
ইহুদী-নাসারাদের বিষয়ে যে ভবিষ্যদ্বানী করা হয়েছিল তা ইতোপূর্বেই সম্পন্ন হয়েছে।


হিংসাপরায়ণতা, সত্যকে গোপন করা, দুনিয়ার প্রলোভেনে মিথ্যা মাসআলা বয়ান করা, আল্লাহর কিতাবে যে হুকুম আছে, তাকে গ্রহণকরা এবং যা নিজের মতের বিরুদ্ধে সেটাকে গোপন করে রাখা ইত্যাদি। ইহুদীদের চরিত্রে এ উম্মেতের বে-দ্বীন আলেমদেরও ইহুদীদের ঐ স্বভাব অনুসরণ করতে দেখা যায়। এরা বুজুর্গ ব্যক্তিদেরকে আল্লাহর সমমর্যাদায় জ্ঞান করত। তাদের এ স্বভাবটিও এই উম্মতের জাহেলী পীরজাদের মধ্যে পাওয়া যায়। এ ছাড়া বিধির আচার-অনুষ্টানে লোকেরা নাসারাদের অনুসরণ করতে থাকে। (বুখারী
ও মুসলিম)

You may also like...

দুঃখিত, কপি করবেন না।