ইসলামী মুদ্রার প্রবর্তন

হযরত ওমর (রাঃ)-এর পূর্বে ধন-রত্নের সমাগম ছিল না। রাজকোষ স্থাপন করার কোন প্রয়োজন ছিল না এ কারণে।  খলিফা হযরত ওমর (রাঃ) মুদ্রা চালু করার জন্য একদিন নির্দেশ দেন। এ জন্য খলিফার নির্দেশ কার্যকর হল। 

এ ইসলামী মুদ্রার প্রবর্তক হিসেবে হযরত ওমর (রাঃ) এর নাম চিরদিনের জন্য ইসলামের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা হল। যে মুদ্রার উপরে লেখা ছিল আলহামদু লিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ্‌ তায়ালার জন্য। লা-ইলাহা-ইলল্লাহ, অর্থাৎ আল্লাহ্‌ ছাড়া কোন মাহবুদ নেই। 

৬৮৫ হতে ৭০৫ ঈসায়ী সনে আবদুল মালিক বিন মারওয়ান ব্যাপকভাবে ইসলামী মুদ্রার প্রবর্তক তা বলা উচিৎ হবে না কারণ খলিফা হযরত ওমর (রাঃ)- ই ইসলামী মুদ্রার প্রতিষ্ঠা করেছেন। 

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

দুঃখিত!