গল্পটি অনেক আগের। একবার একদল নাস্তিক ও তাদের নেতারা একজন বিখ্যাত মুসলীম নেতার ( ইমাম আবু হানিফা রহঃ এর সাথে বিতর্ক অনুষ্টানের জন্য আহবান জানালেন। যদিও ইমাম আবু হানিফা রহঃ বিতর্ক করার ব্যাপারে তেমন আগ্রহী ছিলেন না। তবুও তিনি রাজি হলেন। বিতর্কের বিষয় এই পৃথিবীর সব কিছু কারো সাহায্য ছাড়াই এমনিতেই তৈরি হয়েছে? নাকি হয়নি? অনুষ্টানের দিন সবাই উপস্তিত। শুধু মাত্র ইমাম আবু হানিফা রহঃ ব্যাতিত। সকলেই অপেক্ষা করছে ইমাম আবু হানিফা রহঃ এর জন্য। কেননা তিনি মুলত বিতর্ক করবেন মুসলীম দের জন্য। সকলেই অপেক্ষা করছেন। অথচ তার কোন দেখা নেই। একদিকে নাস্তিক রা মনে মনে খুশি হতে লাগলো। অন্যদিকে মুসলীমরা লজ্জাবোধ করছিলো তাদের নেতা অনুপস্থিত থাকার জন্য। অনেকেই দরে নিয়েছেন তিনি আর আসবেন না পরাজয়ের ভয়ে।
একটি সময় সকলে সিদ্ধান্ত নিল অনুষ্টান শেষ করে দিতে হবে। ঠিক তখনই তিনি উপস্থিত হলেন। মঞ্চে উঠার পর সকলে থাকে জিজ্ঞেস করল কী কারনে আপনার আসতে এত দেরি হল। তিনি একটু চুপ থেকে বললেন আজ এক অবাক করার মত ঘঠনা ঘটেছে যা সত্যিই অবিশ্যাস্ব। আর একারনে আমার আসতে দেরি হয়ে গেল। সকলে ঘঠনা সম্পর্কে জানতে চাইলো। তিনি বললেন আমার ধারনা, তোমরা এই ঘঠনা জানার পর বিশ্বাস করবে না। অথবা আমাকে পাগল বলবে। এজন্য এই ঘঠনা আমি এই সমাবেশে বলতে চাই না। নাস্তিকদের দল নেতা বললেন, আপনার মত একজন বিজ্ঞ কখনও এমন এরকম কথা বলবে না, যাহার কোন গ্রহন যোগ্যতা নেই। নাস্তিক নেতা তাকে অনুরোদ করলেন ঘঠনাটি সকলকে বলতে। তার অনুরোধে মুসলীম পন্ডিত ইমাম আবু হানিফা রহঃ বলতে শুরু করলেন।
আজ বাড়ি থেকে যখন নদীর গাটে পৌছেছি, তখন দেখি নদীতে কোন নৌকা নেই। আশে পাশে ও লোকজন নেই। আমি দীর্ঘ ক্ষন অপেক্ষা করছি নৌকার জন্য। হটাত একটি বিকট আওয়াজ করে একটি গাছ নদীতে পড়ল। তারপর ছোট ছোট টুকরো হতে লাগলো। আমি একটু অবাক হয়ে গেলাম। এরপর টুকরো গুলো একটি আরেকটির সাথে যুক্ত হতে লাগলো। কিছুক্ষনের ভিতর এটি একটি নৌকাতে পরিনত হল। অতঃপর নৌকাটি ধীরে ধীরে আমার ঘাটে আসতে লাগলো। আমি কিছুটা ভয় পেয়ে গেলাম। যেহেতু ঘাটে নৌকা ছিলো না তাই সাহস করে নৌকায় উটে পড়লাম। নৌকাটি নিজে থেকে চলতে লাগলো ও আমায় নদী পার করে দিল। তারপর আমি হেটে চলে আসলাম। আর এসব ঘটনা ঘঠছিলো অনেক সময় ধরে। তাই আমার আসতে দেরি হল।
নাস্তিকদের সকলে হুহু করে হেসে উঠলো। মুসলীমরা সবাই কানাকানি শুরু করলো। নাস্তিকদের দলনেতা বলেই ফেললেন আপনাকে কেউ কিছু খাইয়ে দিয়েছে কিনা।? নাস্তিক নেতা বললেন এমনি এমনি এরকম কিছু হওয়া কী সম্ভব? আপনিতো পাগলের মত কথা বলছেন। তখন ইমাম আবু হানিফা রহঃ বললেন আমি না হয় একটা পাগল হয়েছি কিন্তু আপনারা নাস্তিকরা একত্রে পাগল হলেন কিভাবে? আমি শুধু একটি গাছ হতে নৌকা হতে বললাম। আর আপনারা বলছেন এই মহা বিশ্বের চাদঁ, সূর্য, পৃথিবী, গাছ পালা, পশু পাখি সব কিছু এমনিতে সৃষটি হয়েগেছে। আর এভাবেই ইমাম আবু হানিফা রহঃ বিতর্ক এর ইতি টানলেন।