বর্ণনায় হযরত আত্বা (রহঃ) ও হযরত যাহহাক (রহঃ): নূহের জাহাজে বসার জন্য ইবলীস এলে হযরত নূহ তাঁকে তাড়িয়ে দেন। শয়তান বলে, হে নূহ! আমাকে তো কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দেওয়া হয়েছে।
সুতরাং আমার উপর আপনার কোন ক্ষমতা চলবে না। অর্থাৎ আপনি আমাকে আটকাতে পারবেন না, হযরত নূহ ভাবলেন, ও তো ঠিক কথাই বলেছে।
তাই ওকে জাহাজের মাস্তলে বসার অনুমতি দেন।
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।