ইউসুফ (আঃ)-এর ছোট ভাইয়ের সাক্ষাৎ লাভ-৩য় পর্ব

ইউসুফ (আঃ)-এর ছোট ভাইয়ের সাক্ষাৎ লাভ-২য় পর্ব পড়তে এখানে ক্লিক করুন

সর্বশেষ বেনিয়ামিন জিজ্ঞেস করল, ভাইয়া! তোমার প্রতি সৎ ভাইদের ঈর্ষার কারণ কি? হযরত ইউসুফ (আঃ) বললেন, আমি স্বপ্নে দেখেছিলাম দশটি তারকা এবং চন্দ্র সূর্য আমাকে ছেজদা করছে। এ স্বপ্ন আমি পিতার নিকট প্রকাশ করি। পিতা আমাকে স্বপ্নটি ভাইদের নিকট প্রকাশ করতে বারণ করেছিলাম। কিন্তু এক ভাই ওঁৎ পেতে এ স্বপ্নের খবর জেনে গিয়েছিল। অতপর তারা দশ ভাই হযরত ইউসুফ (আঃ)-এর পদতলে লুণ্ঠিত হয়ে জীবন যাপন করতে বাধ্য হবে এবং পিতা-মাতা তাঁকে অধিক সম্মান প্রদর্শন করবে। এমন কি ইউসুফ (আঃ) এক সময় এক বিরাট জনগোষ্ঠীর নেতৃত্ব দান করবে। সে রাজা বাদশার পদমর্যাদা লাভ করতে পারে। কিন্তু তারা থাকবে তাঁর সাধারণ প্রজাকুলের অন্তর্ভূক্ত।

স্বপ্নের এ তাবীর অবগত হবার পর ভাইয়েরা আমার প্রতি অধিক ঈর্ষান্বিত হয়। আমি ছোট ভাই হয়ে তাঁদের উপর নেতৃত্ব করব। তা তাঁদের সৈহ্য হল না তখন তারা দুরভিসন্ধির আশ্রয় নিল। তখন থেকে তারা আমাকে হত্যা অথবা দেশান্তরের চিন্তা করতে থাকে। যার পরিণামে তারা আমাকে অন্ধকূপে ফেলে দেয় এবং মিশরীয় বনিকদের নিকট বিক্রয় করে। বেনিয়ামিন ভাইয়ের নিকট প্রকৃত অবস্থা শুনে নির্বাক হয়ে গেলেন।

সূত্রঃ আল কোরআনের শ্রেষ্ঠ কাহিনী

ইউসুফ (আঃ)-এর ছোট ভাইয়ের সাক্ষাৎ লাভ-১ম পর্ব পড়তে এখানে ক্লিক করুন

You may also like...

দুঃখিত, কপি করবেন না।