পৃথিবীর অন্যতম ভৌতিক জায়গার নাম বলতে গেলে ইংল্যান্ডের শেরবরনের এই প্রাচীন দুর্গের কথা বলতে হয়।। ১২ শতকে নির্মিত এই দুর্গকে ঘিরে প্রচলিত আছে নানা মিথ এবং গল্পকথা।। মধ্যযুগে এই দুর্গে স্মরণকালের সবচেয়ে বেশি মানুষকে খুন করা হয়েছে।। বন্দীদের টর্চার করার জন্য এই দুর্গের সেলারে নির্মিত একটি গুপ্তঘর তখনকার দিনে আতঙ্কের কারণ ছিলো।। এইগুপ্তঘরটি আবিষ্কার করা হয় অনেক পরে।। ততদিনে দুর্গের পূর্বের প্রতাপ আর নেই।।
আবিষ্কার করার পর কি পাওয়া যায় জানেন?? এক মাইল লম্বা একটি সুড়ঙ্গ ভর্তি লাশের কঙ্কাল।। সবগুলো সেই টর্চার রুমে মারা যাওয়াবন্দীর লাশ হিসেবে চিহ্নিত করেন ইতিহাসবিদরা।।
ইতিহাস সাক্ষী যে এখানে খুন হয়েছেন রাজা থেকে শুরু করে যুদ্ধবন্দী অনেক সেনাপতি এবং সৈন্য।।
দুর্গের আশেপাশের বাসিন্দারা দুর্গটি এড়িয়ে চলেন।। বলা হয়, প্রতি পূর্ণিমা রাতে দুর্গের ছাদে নাকি একদল সৈন্যকে দেখা যায় যুদ্ধের সরঞ্জাম হাতে।। এইঘটনা চাক্ষুষ করেছেন এমন মানুষের অভাব নেই।।
এছাড়াও দুর্গের নিরাপত্তা কর্মীরা জানান, দুর্গ থেকে গভীর রাতে ভেসে আসে অসহায় নিপীড়িত মানুষের চিৎকার এবং কান্নার শব্দ।। অনুমতি না থাকায় রাতে দুর্গের ভেতর ঢোকা নিষেধ।।
তবে অনেক নিরাপত্তা কর্মী এই দুর্গেকাজ করা অবস্থায় মানসিক ভারসাম্য হারিয়েছেন।।
তাদের মাঝে কেউ কেউ আত্মহত্যা করেছেন।।
তেমনই এক কর্মী “আইনেল সিউঞ্জার” আত্মহত্যা করার আগে একটি নোট লিখে রেখে যান।। সেই নোট লেখা ছিলোঃ
“গতকাল রাতে দুর্গে চিৎকারের আওয়াজ শুনতে পেয়ে আমি এবং মাইকেল বাধা অমান্য করে দুর্গের প্রধান দরজার সামনে যাই।। দরজা রাতেবন্ধ করে দেয়া হলেও তখন আমরা দেখতে পাই দরজাটি পুরোপুরি খোলা।।
আমাদের চোখের সামনে পড়ে ছিলো অগণিত লাশ।। প্রত্যেকটি বিবস্থ অবস্থা।।
কোনটার মাথা নেই তো কোনটার সারা শরীর জায়গায় জায়গায় বিচ্ছিন।। বাচ্চা থেকে শুরু করে বুড়ো মানুষের লাশ দেখতে পাই আমরা।। হটাত আমাদের চোখের সামনে কিছু লাশ উঠে দাঁড়ায় এবং চিৎকার করে টলতে টলতে আমাদের দিকে এগিয়ে আসে।। তাদের একটা শব্দই আমরা বুঝতে পারি, তা হলো, “আমাদের মুক্তি দাও।। আমাদের মুক্তি দাও।।
” আমরা সেখান থেকে দ্রুত চলে আসি।।
মাইকেল নিরাপত্তা দরজার সামনে এসেহাঁটু গেড়ে বমি করতে করতে জ্ঞান হারায়।।
সকালে কোনোমতে আমরা নিজ নিজ বাসায় ফিরে আসি।।
এই ঘটনার পর থেকে আমি মানসিক অশান্তির মধ্য দিয়ে যাচ্ছি।। আমার চারপাশে মৃত মানুষের অস্তিত্ব উপলদ্ধি করছি।। আমার কানে তারা ফিসফিস করে বলে চলেছে “আমাদের মুক্তি দাও।। আমাদের মুক্তি দাও।।”
এটা পাওয়া “আইনেল সিউঞ্জার” এর লাশের পাশে।।
সিউঞ্জার নিজের হাতের রগ কেটে ফেলে আত্মহত্যা করা।। এবং মৃত্যুর আগে সারা ঘরে নিজের রক্ত দিয়ে বিচিত্র সব নকশা একে দিয়ে যায়।। সেই নকশাগুলো বেশিরভাগই টর্চার রুমে আঁকা নকশা এবং তার যন্ত্রপাতির মতো।।
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।