আশি বছরের বৃদ্ধার লাশ পেঁচিয়ে রেখেছে দুই গজ লম্বা এক সাপ

শেখুপুরা জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে হরচাঁন্দ গ্রামের একটি কবর খনন করা হলো। সি কবরে আশি বছরের এক বৃদ্ধাকে দাফন করা হয়েছিল। বৃদ্ধার দাফনের সাড়ে তিন মাস পর তার কবর খনন করা হয়। কবর খনন করে দেখা গেল, দুই গজ লম্বা একটি সাপ বৃদ্ধার লাশ পেঁচিয়ে আছে। বৃদ্ধার এক পুত্র সেনাবাহিনীতে চাকুরি করতো।

পুত্র বাড়িতে এসে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে এই মর্মে আবেদন করল যে, আমার গ্রামের বাড়িতে আমার মা ও স্ত্রী বাস করতো। আমার স্ত্রী আমার মাকে বিষ পান করিয়ে মেরে ফেলেছে এবং তার স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে প্রচার করে মায়ের লাশ দাফন করেছে। কাজেরি আমার মায়ের লাশ তুমে যেন পোষ্টমর্টেম করা হয়। এই আবেদনের প্রক্ষিতে শেখুপুরা জেলার ম্যাজিস্ট্রেট বৃদ্ধার লাশ উত্তলনের আদেশ দিয়েছিলেন।

সূত্রঃ চোখে দেখা কবরের আযাব

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

দুঃখিত!