আল্লাহর রাসূল (সাঃ) এর কুদরতি নিরাপত্তা

হালাম বিন আবিল আস থেকে বর্ণিত, তিনি বলেন যে, আমরা কতিপয় কাফের নবীজী (সাঃ) কে হত্যার অঙ্গীকার করলাম, আমাদের পরিকল্পনা ছিল, তিনি রাতের বেলা যখন ঘর থেকে বের হবেন তখন অতর্কিত তার উপর আক্রমণ চালানো হবে।

পরিকল্পনা অনুযায়ী নির্দিষ্ট সময় আমরা তাঁর জন্য অপেক্ষা করতে লাগলাম তিনি ঘর থেকে বের হয়ে যখন আমাদের সম্মুখ দিয়ে অতিক্রম করতে ছিলেন তখন আমরা এমন বিকট এক চিৎকার শুনতে পেলাম যে, আমাদের আশঙ্কা হল এ ভয়াবহ শব্দের কারণে হয়ত মক্কার সকল প্রাণী মৃত্যুবরণ করেছে। ঐ শোনার সাথে সাথে আমরা সবাই অজ্ঞান হয়ে পড়লাম, রাসূলে আকরাম (সাঃ) হেরেম শরীফ থেকে নামাজ আদায় করে ঘরে ফেরার পর আমরা জ্ঞান ফিরে পেলাম।

পরবর্তী রাতেও আমরা ঐ উদ্দেশ্যে রাস্তায় ওঁতপেতে রইলাম। রাসূলুল্লাহ (সাঃ) ঘর থেকে বের হয়ে আমাদের নিকটবর্তী হওয়া মাত্র সাফা ও মারওয়া পাহাড়দ্বয় আমাদের ও রাসূলে খোদার মাঝখানে এসে দাঁড়িয়ে পড়ল। ঐ পাহাড়ের কারণে আমরা তাঁর নিকট পৌঁছতে পারলাম না। এভাবেই অলৌকিক ভাবে আল্লাহ তায়ালা তাঁর বন্ধু মুহাম্মাদ (সাঃ) কে কাফেরদের অনিষ্ট থেকে রক্ষা করলেন।

You may also like...

দুঃখিত, কপি করবেন না।