আল্লাহর কুদরত

জুননুন মিসরী (রহঃ) ও বিচ্ছু–কচ্ছপের বিস্ময়কর ঘটনা

ইমাম রাযী (রহঃ) সূরা ফাতিহার আয়াত — “সকল বিশ্বজগতের পালনকর্তা” — এর তাফসীর প্রসঙ্গে হযরত জুননুন মিসরী (রহঃ)-এর একটি বিস্ময়কর ঘটনা উল্লেখ করেছেন।

একদিন জুননুন মিসরী (রহঃ) কাপড় ধোয়ার উদ্দেশ্যে নীল নদের তীরে গিয়েছিলেন। হঠাৎ দেখলেন, একটি বড় বিচ্ছু নদীর তীরের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে। বিচ্ছুটি নদীর ধারে পৌঁছানো মাত্রই পানির ভিতর থেকে একটি কচ্ছপ ভেসে উঠল।

বিচ্ছুটি কচ্ছপটিকে দেখা মাত্র তাড়াতাড়ি গিয়ে তার পিঠে চড়ে বসল। কচ্ছপটিও তখনই নদী পার হয়ে অপর তীরের দিকে সাঁতার কাটতে শুরু করল।

জুননুন মিসরী (রহঃ) বলেন,
“তাদের এই অদ্ভুত আচরণ দেখে আমি কৌতূহলী হয়ে পড়লাম এবং পানিতে নেমে তাদের অনুসরণ করতে লাগলাম।”

কচ্ছপটি অপর তীরে পৌঁছামাত্র বিচ্ছু তার পিঠ থেকে নেমে গেল। আমিও তীরে উঠে তার পিছু নিলাম। কিছুদূর যাওয়ার পর দেখতে পেলাম— এক তরুণ ছেলেটি ঘন বৃক্ষের ছায়ায় গভীর নিদ্রায় আচ্ছন্ন।

আমি মনে মনে ভাবলাম,
“বোধহয় এই বিচ্ছুটি নদীর ওপার থেকে এসেছে ওই যুবককে দংশন করার জন্য!”

এই চিন্তা করার মুহূর্তেই দেখলাম— একটি বিষধর সাপ ফণা তুলে সেই ঘুমন্ত যুবকের দিকে এগিয়ে আসছে। ঠিক তখনই বিচ্ছুটি তীব্র গতিতে ছুটে গিয়ে সাপের মাথার উপর উঠে দংশন করল।

অল্প সময়ের মধ্যেই সাপটি ছটফট করে মারা গেল। বিচ্ছুটি তখন দ্রুত নদীর দিকে ফিরে ছুটল। সেখানে কচ্ছপটি যেন তার অপেক্ষায় ছিল। সে আবার কচ্ছপের পিঠে চড়ে পূর্বের মতোই নদী পার হয়ে চলে গেল।

এই দৃশ্য দেখে জুননুন মিসরী (রহঃ) গভীরভাবে ভাবনায় পড়ে গেলেন এবং আবেগভরে কবিতা আবৃত্তি করলেন —

“হে সুখনিদ্রায় নিমগ্ন ব্যক্তি!
মহান প্রভু তোমাকে অন্ধকারের বিপদ-আপদ ও ক্ষতি থেকে রক্ষা করেছেন।
অথচ তুমি সেই রাজাধিরাজকে ভুলে নিশ্চিন্তে ঘুমিয়ে আছো!
তিনি সর্বদা তোমার উপর সীমাহীন নেয়ামতের বর্ষণ করে যাচ্ছেন।”

আমার কবিতা পাঠের শব্দে ঘুমন্ত যুবকের ঘুম ভেঙে গেল। আমি তাকে পুরো ঘটনাটি বিস্তারিতভাবে জানালাম।

ঘটনাটি তার অন্তরকে গভীরভাবে নাড়িয়ে দিল। সে তওবা করে গুনাহের অভিশপ্ত জীবন ত্যাগ করল এবং জীবনের অবশিষ্ট সময় আল্লাহর ইবাদতে কাটিয়ে দিল।

তাফসিরে কাবীর, তারীখে ইয়াফেই (রহঃ)

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

সম্পর্কিত পোস্ট

দুঃখিত!