জনৈক দরিদ্র ব্যক্তি মক্কায় বসবাস করত। তার ঘরে সতী-সাধ্বী স্ত্রী ছিল।
একদিন স্ত্রী তাকে বলল, “হে সম্মানিত স্বামী! আজ আমাদের ঘরে কোনো খাবার নেই। আমরা এখন কী করব?”
এ কথা শুনে লোকটি বাজারের দিকে কাজ খুঁজতে বেরিয়ে গেল। অনেক খোঁজাখুঁজির পরও সে কোনো কাজ পেল না। এক সময় ক্লান্ত-শ্রান্ত হয়ে সে মসজিদে গমন করল।
সেখানে সে দুই রাক‘আত ছালাত আদায় করে স্বীয় কষ্ট দূর করার জন্য আল্লাহর নিকটে দো‘আ করল।
দো‘আ শেষে মসজিদ চত্তরে এসে একটি ব্যাগ পড়ে থাকতে দেখল এবং সেটা খুলে এক হাযার দিরহাম পেয়ে গেল।
ফলে তা নিয়ে লোকটি আনন্দচিত্তে গৃহে প্রবেশ করল।
কিন্তু স্ত্রী উক্ত দিরহাম গ্রহণে অস্বীকৃতি জানিয়ে বলল, “অবশ্যই আপনাকে এই সম্পদ তার মালিককে ফেরত দিতে হবে।”
ফলে সে পুনরায় মসজিদে ফিরে গেল এবং দেখতে পেল যে, এক ব্যক্তি বলছে, “কে একটি থলি পেয়েছে যেখানে এক হাযার দিরহাম ছিল?”
এ কথা শুনে সে এগিয়ে গিয়ে বলল, “আমি পেয়েছি। এই নিন আপনার থলিটি। আমি এটি এখানে কুড়িয়ে পেয়েছিলাম।”
একথা শুনে লোকটি তার দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে থেকে বলল, “ঠিক আছে, ব্যাগটি আপনিই নিন। আর সাথে আরও নয় হাযার দিরহাম নিন।”
এ কথা শুনে দরিদ্র লোকটি বিস্মিত হয়ে তার দিকে তাকিয়ে রইল। তখন লোকটি বলল, “সিরিয়ার জনৈক ব্যক্তি আমাকে দশ হাযার দিরহাম দিয়ে বলেছিল যে, এর মধ্য থেকে এক হাযার দিরহাম আপনি মসজিদে ফেলে রাখবেন, এবং কেউ তা তুলে নেওয়ার পর আহবান করতে থাকবেন। তখন যে আপনার আহবানে সাড়া দিবে, আপনি তাকে সম্পূর্ণ টাকা প্রদান করবেন। কেননা সেই হল প্রকৃত সৎ ব্যক্তি।”
উপদেশ: যে আল্লাহকে ভয় করে, তিনিই তার জন্য যথেষ্ট। আল্লাহ বলেন,
“যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, তিনি তার জন্য পথ খুলে দেন এবং এমন উৎস থেকে রিযিক দান করেন, যা সে কল্পনাও করেনি।”
(তালাক ৬:৩)
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।