আলোর পথে ফিরে আসা
হযরত ইব্রাহীম বিন আদহাম (রহঃ) একবার দেখতে পেলেন, এক মদ্যপায়ী অজ্ঞান অবস্থায় পথের পাশে পড়ে আছে এবং তার মুখ হতে লালা বের হচ্ছে। এ দৃশ্য দেখে হযরত ইব্রাহীম বিন আদহামের হৃদয়ে করুণা হল। তিনি পানি সংগ্রহ করে তার মুখটি সযত্নে পরিস্কার করে দিয়ে বললেন, আহা! যে মুখে আল্লাহর জিকির করা হয় কেমন করে তার এ দশা হল?
জ্ঞান ফিরে আসার পর লোকেরা যখন তার নিকট হযরত ইব্রাহীমের ঘটনা প্রকাশ করল, তখন সে লজ্জায় একেবারে মাটির সাথে মিশে গেল। পরে সে অতীতের পঙ্কীল জীবন ত্যাগ করতঃ খাটি তওবা করে ইবাদত-বন্দেগীতে লিপ্ত হল। ঘটনার কিছুদিন পর আমি স্বপ্ন দেখলাম, এক ঘোষক বলছে হে ইব্রাহীম বিন আদহাম! যেহেতু তুমি আমার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে তার জবানকে পাক করেছো, সুতরাং তোমার কারণে আমি তার ক্বলবকে পাক করে দিলাম।