আলোচনা সভায় আবু জাহেলের ভাষণ

আবু জাহেল, আবু লাহাব, আবু সুফিয়ান প্রমুখ ব্যক্তিবর্গ ইসলামের সমস্যা সমাধানের জন্য অনেক লোক একত্রিত করে এক আলোচোনা সভায় মিলিত হল।  আবু জাহেল সভাতে যারা হাজির ছিল তাঁদের উদ্দেশ্য করে বলল, হে লোকগণ! কতদিন আর আমরা মুহাম্মদের অত্যাচার সহ্য করে যাব। 

সে আজ নতুন ধর্ম চালু করেছে আমাদের পুরাতন ধর্মকে সমূলে ধ্বংস করে দেবার জন্য।  আর এখন আমরা নিরবে বসে আছি তাঁর মোকাবেলা করছি না।  আজ আমাদের এ নিরবতার জন্য মুহাম্মদ অনেক শক্তি অর্জন করে ফেলেছে।

হযরত আবু বকর (রাঃ) এর পরিবার

ইসলামের বিপক্ষে হযরত ওমর (রাঃ) এর কৃতিত্ব