আরো একটি ঘটনা

ডেলিভারী সেলে একজন মহিলা মারা যায়। তাকে তার ঘরে নেওয়ার ব্যবস্থা করার সময় লক্ষ্য করা গেল তার মধ্যে প্রাণের স্পন্দন রয়েছে। ক্রমে ক্রমেই তার প্রাণ ফিরে এলো। তাকে প্রশ্ন করা হলো, তুমি কি দেখেছ? কি শুনেছ? সে বলল ফেরেস্তা আমাকে নিয়ে গিয়েছিল। যেখানে নেওয়া হয়েছিলো, সেখানে বড় বড় ময়দান এবং পাহাড় রয়েছে। একদিকে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেছি। একজন ফেরেস্তা আমাকে সেই আগুনে নিক্ষেপ করতে চাচ্ছিল। এ সময় অন্য একজন বললো, তাকে আগুনে নিক্ষেপ কর না, তার জীবনের মেয়াদ এখনো বাকি আছে। তারপর আমি জীবিত হয়ে গেলাম।

অন্য এক লোক ক্যান্সারে আক্রান্ত হয়েছিল। হাসপাতালে তার মৃত্যু হয়েছিল। কিন্তু প্ররক্ষণে তার দেহ নড়তে শুরু করল। অথচ ডাক্তার বলেছেন সে মারা গেছে। প্রথমে দেহের নিচের অংশে প্রাণস্পন্দন দেখা গেল, পরে সারা দেহে তা ছড়িয়ে পড়লো এবং লোকটি প্রাণ ফিরে পেল। তাকে তার অবস্থার কথা জিজ্ঞেস করা হলে সে বললো, মৃত্যুর পর ফেরেস্তা আমাকে কষ্ট দিচ্ছিল। আমার দেহে প্রাণস্পন্দন ফিরে এসেছে।

ইসলামের শিক্ষা এবং বিশ্বাস অনুযায়ী আমরা রূহের জগত থেকে পার্থিব জগত এসেছি, এরপর বারযখ জগতে অবস্থান করব। মৃত্যু পরবর্তী জীবন সত্য। এ সম্পর্কে মুলতানের নিশতার মেডিকেল কলেজ হাসপাতালের বিশিষ্ট ডাক্তার ও প্রফেসর ডাক্তার নূর আহমদ তার অভিজ্ঞতার কথা বর্ণানা করেছেন।

সূত্রঃ চোখে দেখা কবরের আযাব

You may also like...

দুঃখিত, কপি করবেন না।