আরেকটি চোর জ্বিনের ঘটনা

হযরত উবাই ইনবু কাবে (রাঃ) থেকে বর্ণিতঃ তাঁর কাছে এক মশক খেজুর ছিল। সেগুলি তিনি যথেষ্ঠ হেফাজতে রাখতেন। তা সত্ত্বেও তা ক্রমশ কমে যাচ্ছিল। একরাতে তিনি সেই খেজুর পাহারা দিতে থাকেন। এমন সময় তাঁর সামনে একটি প্রাণী আসে যার আকৃতি সদ্য বয়ঃপ্রাপ্ত ছেলের মতো।

হজরত উবাই (রাঃ) বলেছেনঃ আমি তাঁকে সালাম দিতে সে সালামের জবাব দেয়। আমি জানতে চাই, তুমি কে? জ্বিন না মানুষ? সে বলে জ্বিন। এরপর আমি বলি, তুমি নিজের হাত আমার হাতে ধরিয়ে দাও। সে তার হাত আমার হাতে ধরিয়ে দিতে আমার মনে হচ্ছিল, তা কুকুরের হাত (পা) এবং কুকুরের লোমের মত। আমি তখন বলি, জ্বিনরা কি জন্ম থেকেই এরকম হয়? সে বলে, আমি জানি, জ্বিনদের মধ্যে আমার চাইতেও শক্তিশালী জ্বিন রয়েছে। আমি বলি, একাজ করতে তোমাকে বাধ্য করেছে কে? সে বলে, আমি জানি, আপনি দান-খয়রাত করতে পছন্দ করেন। তাই আমিও আপনার খাবার থেকে নিজের জন্য কিছু নিতে চাইলাম।

এরপর উবায় (রাঃ) প্রশ্ন করেন, আচ্ছা তুমি বলো তো, তোমাদের অনিষ্ট থেকে আমাদের হেফাজতে রাখতে পারে এমন আমল কি? সে বলে, আয়াতুল কুরসী (আল্লাহু লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়্যুল কাইয়্যুম) থেকে আয়াতটির শেষ পর্যন্ত)। হযরত উবায় তখন তাকে ছেড়ে দেন। তারপর তিনি নবীজীর কাছে গিয়ে সবকথা বলতে, নবীজী বলেন, খবীস তোমাকে সত্য কথায় বলেছে।

You may also like...

দুঃখিত, কপি করবেন না।