রাহুল খুব মেধাবী ছাত্র। গত বছর সে এসএসসি পরীক্ষা সম্পন্ন করেছে। তার আশা ছিল, সে ডাক্তার হবে এবং ডাক্তার হয়ে গরিব-দুঃখীদের সেবা করবে। কিন্তু তার আগে তো রাহুলকে এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে। রাহুল জানে সে এসএসসি পরীক্ষায় এচ-এ-৫ পাবে। আর পাবেই না কেন? সে তো ক্লাসের ফার্স্ট বয়।
রাহুল তার বাবাকে বলল, “বাবা, আমি যদি এসএসসি পরীক্ষায় এচ-এ-৫ পাই, তাহলে আমাকে একটা উপহার দিতে হবে।”
তার বাবা আবদুর রহমান বললেন, “কী উপহার চাও তুমি আমার কাছ থেকে?”
রাহুল বলল, “একটি বাইক চাই আমি।”
কিছু দিন পর এসএসসি পরীক্ষার রেজাল্ট বের হলো। সবাই রেজাল্ট দেখতে গেল। রাহুলও দেখতে গেল তার রেজাল্ট। রাহুল দেখলো সে সত্যিই এচ-এ-৫ পেয়েছে। রাহুল তৎক্ষণাৎ খুশি হয়ে বাড়ির দিকে ছুটল।
বাড়িতে পৌঁছে রাহুল তার বাবাকে দেখে বলে উঠল, “বাবা, আমি এচ-এ-৫ পেয়েছি। এবার আমার উপহারটা দাও।”
“কই, আমার বাইকের চাবি?” রাহুলের বাবা আবদুর রহমান খুশি হয়ে বললেন, “তোমার উপহার তোমার টেবিলের ওপর আমি আগেই রেখে দিয়েছি।”
রাহুল খুশি হয়ে টেবিলের দিকে ছুটল। সত্যিই সে দেখতে পেল টেবিলের ওপর একটি বাক্স। রাহুল মহা খুশি, কিন্তু বাক্সটি খুলে দেখল ভেতরে একটি কুরআন মাজিদ। রাহুল বাক্সটি বন্ধ করে কেঁদে ফেলল।
অনেক দিন পর রাহুল বিলেতে পড়তে গিয়েছে। হঠাৎ একদিন আতিকের সাথে রাহুলের দেখা হলো। আতিক রাহুলকে দেখে অবাক। তাদের মধ্যে অনেক কথা হলো। এক পর্যায়ে আতিক বলল, “রাহুল, তোর বাবা খুব অসুস্থ, একবার ওকে দেখে আস।”
রাহুল বিলেত আসার পর বাবার সাথে যোগাযোগ একরকম বিচ্ছিন্নই রেখেছে। ছোটবেলায় তার বাইক কেনার আবদার তার বাবা মিটিয়েছিলেন কুরআন কিনে দিয়ে। সেই থেকে চাপা একটা রাগ রাহুলের বাবার প্রতি এখনও আছে।
কিছু দিন পর হঠাৎ রাহুলের গ্রামের বাড়ি থেকে তার চাচা আর করিম ফোন করে বলল, “রাহুল, তোমার বাবা আর বেঁচে নেই।”
রাহুল অনেক কাঁদল। বিলেত থেকে গ্রামে এসে বাড়িতে পৌঁছল। বাড়িতে গিয়ে রাহুল তার বাবার কবরের কাছে গেল। হঠাৎ তার মনে হলো, তার বাবার রেখে যাওয়া বাক্সের ভেতরে কুরআনখানার কথা।
রাহুল তখনই টেবিলের কাছে গিয়ে দেখল ঐ বাক্সটি। বাক্সটি খুলে কুরআনখানাটি হাতে নিল। রাহুল তখন বাক্সের ভেতরে কুরআনখানার নিচে দেখল একটি খাম। রাহুল খামটি হাতে নিল এবং খামটি খুলল। খামের ভেতরে সে দেখতে পেল একটি চাবি এবং একটি চিঠি। চিঠিতে লেখা ছিল,
“তোমার বাইকটি বারান্দায় আছে, এবং এই চাবিটি তোমার বাইকের চাবি।”
রাহুল তখন বারান্দায় গিয়ে দেখল বাজারের সেই বাইকটি তার বাবা তার জন্য কিনে রেখেছেন। বাইকটি দেখে রাহুল কেঁদে ফেলল। তার বাবার কাছে ক্ষমা চাইবার সুযোগ আর তার কপালে জুটলো না।
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।