আমাদের ছক্কুকে চেনেন?না চেনার কথা ।উন্নয়নশীল দেশগুলোকে যেমন সবাই চেনেনা তেমনি উদিয়মান প্রতিভাগুলোকেও অনেকেই চিনেনা ।তবে ছক্কুর বিষয়টা অবশ্য পৃথক ।কারন তার প্রতিভা এরিষ্টটলের মত এত দিকে বৃদ্ধি পেয়েছে যে সে কোনটা রেখে কোনটার চর্চা করবে ভেবে ।ফলসরূপ আজ দেখা যায় ও কালো কাপড় গায়ে দিয়ে ,চোখে চশমা লাগিয়ে কয়েকজন সাঙ্গপাঙ্গ নিয়ে গোয়েন্দাগিরিতে নেমেজে।
আবার কালকেই দেখা যায়,সালফিউরিক এসিডে পানি মিশিয়ে তাতে পিতল ,তামা দিয়ে ভোল্টার কোষের উন্নয়ন সাধন করছে ।আবার কিছুখন পরেই ওকে দেখা যায়খেলার মাঠে একটা ইট ছুড়ে তার গতি ,পড়ন্ত বস্তুটির ত্বরন ইত্যাদী নিয়টনিও গবেষণায় মেতে আছে ।
পরিশেষে সাপ্তাহ ঘুরতে দেখা যায় সে,গোয়েন্দাগিরি করতে গৃহকর্তা বুঝে ডাকাতের হাতে সব মালামাল দিয়ে ডাকাত বুঝে গৃতকর্তাকে আচ্ছা মত রাম ধোলাই লাগিয়ে হাজতে ।
ভোল্টার কোষের উন্নয়ন সাধন করতে গিয়ে ঘরে আগুন ধরানো ।আর নিয়টনিও গবেষনার ফসল তাঁর চাচার টাঁক মাথায় ভয়ানক রকম একটা আলু বিশেষতৈরী ।
এইতো এবার তো পরিচয় শেষ হল আমাদের ছক্কুর সাথে ।ওআমাদের ছক্কুর আর একটা নাম আছে ।তা হল ‘ছক্কু ভাই’ ।পাড়ার সবার ও ভাই ।এমনকি গোপন সূত্রে আমি জানতে পেরেছি যে ,ওর বাবাও নাকি ওকে ছক্কু ভাইবলে ডাকে ।
চলুন এবার জেনে আসি আমাদের ছক্কু ভাইয়ের নতুন প্রজেক্টঃ”এলিয়েনুক্কুর” কাহিনী ।
এলিয়েনুক্কু
কয়েকটা এলিয়েন মার্কা ছবি দেখে আর এলিয়েন পাওয়ার সৌভাগ্য দেখে ছক্কু ভাইয়ের মাথাটাই গেল বিগড়ে ।একটা এলিয়েন ধরতেই হবে ।
কিন্তু এলিয়েনরা যদি পৃথিবীতে না আসে তবে ধরবে কি করে ।
আর বন্ধুই হবে কি করে ।ঝোপঝাড় ঘেড়া খড় বিছানো একটা স্থানে বসে এসব ভাবছিল ছক্কু ভাই ।বেলা দুপুর ।
হঠাত্ করেই একটা গাছের মাথায় কি যেন একটা ‘কুক্কুরু’বলে ডেকে উঠল ।আরে !কানখাড়া করে আড়চোখে গাছে আগার দিকে তাকাল ছক্কু ভাই ।এটা একটা ট্রিকস ।
কারণ প্রথমেই যদি এলিয়েনদের সাথে চোখাচোখি হয়ে যায় তাহলে এলিয়েনরা পালিয়ে যায় ।কিন্তু গাছের ফাঁক দিয়ে ঝিলিক মারা সূর্যের আলো ছাড়া আর কিছুই চোখে পড়ল না ওর ।
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।