আবূ হোরায়রা (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ (সাঃ) এর বহু সংখ্যক হাদীস বর্ণনা করতাম। আমাকে অনেকে এজন্য সমালোচনা করতো। তারা বলতো, আমি নাকি রাসূলুল্লাহ (সাঃ) এর নামে মিথ্যা হাদীস বর্ণনা করি। তাদের এ সমালোচনার জবাব রোজ হাশরে দেয়া হবে। প্রকৃতপক্ষে অধিকাংশ ছাহাবা ব্যবসা-বানিজ্য এবং কৃষি কাজে ব্যস্ত থাকতেন।
আমি রাসুলুল্লাহ (সাঃ) এর সান্নিধ্যে পড়ে থাকতাম। যা পাওয়া যেত তা খেতাম। একদিন রাসূলুল্লাহ (সাঃ) বললেন, এ মজলিশে আমি যতক্ষন কথা বলবো ততক্ষন যদি কেউ নিজের চাদর বিছিয়ে রাখে তারপর কথা শেষ হলে সেই চাদর জড়িয়ে নিজের বুকে চেপে ধরে, তাহলে সে কখনো আমার হাদীস ভুলবে না।
আমি নিজের চাদর বিছিয়ে রাখলাম এবং রাসূলুল্লাহ (সাঃ) এর কথা মত আমল করালাম। তারপর থেকে আমি রাসূলুল্লাহ (সাঃ) এর কোন হাদীস আর কখনো ভুলিনি। (বোখারী, মুসলিম)