আবূ হোরায়রা (রাঃ) এর স্মরণশক্তি বৃদ্ধি পাওয়ার ঘটনা

আবূ হোরায়রা (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ (সাঃ) এর বহু সংখ্যক হাদীস বর্ণনা করতাম। আমাকে অনেকে এজন্য সমালোচনা করতো। তারা বলতো, আমি নাকি রাসূলুল্লাহ (সাঃ) এর নামে মিথ্যা হাদীস বর্ণনা করি। তাদের এ সমালোচনার জবাব রোজ হাশরে দেয়া হবে। প্রকৃতপক্ষে অধিকাংশ ছাহাবা ব্যবসা-বানিজ্য এবং কৃষি কাজে ব্যস্ত থাকতেন।

আমি রাসুলুল্লাহ (সাঃ) এর সান্নিধ্যে পড়ে থাকতাম। যা পাওয়া যেত তা খেতাম। একদিন রাসূলুল্লাহ (সাঃ) বললেন, এ মজলিশে আমি যতক্ষন কথা বলবো ততক্ষন যদি কেউ নিজের চাদর বিছিয়ে রাখে তারপর কথা শেষ হলে সেই চাদর জড়িয়ে নিজের বুকে চেপে ধরে, তাহলে সে কখনো আমার হাদীস ভুলবে না।

আমি নিজের চাদর বিছিয়ে রাখলাম এবং রাসূলুল্লাহ (সাঃ) এর কথা মত আমল করালাম। তারপর থেকে আমি রাসূলুল্লাহ (সাঃ) এর কোন হাদীস আর কখনো ভুলিনি। (বোখারী, মুসলিম)

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

দুঃখিত!