আবূ লাহাবের স্ত্রীর হামলা হতে গায়েবী হেফাজত

আসমা বিনতে আবী বকর (রাঃ) থেকে বর্ণিত, আবূ লাহাবের স্ত্রী “হাম্মালাতাল হাতাব” যখন সূরা তাব্বাত ইয়াদার আলোচ্য বিষয় সম্পর্কে অবগত হল তখন সে একটি পাথর নিয়ে রাসূলুল্লাহ (সাঃ) কে আক্রমণের উদ্দেশ্যে বের হল।

রাসূলে পাক (সাঃ) তখন হযরত আবূ বকর (রাঃ) এর সাথে মসজিদে বসা ছিলেন। কিন্তু আবূ লাহাবের স্ত্রী তথায় এসে শুধু হযরত আবু বকরকেই দেখতে পেল। অথচ তার পাশেই রাসূলুল্লাহ (সাঃ) উপবিষ্ট ছিলেন। আল্লাহ্‌ পাক স্বীয় হাবীবকে ঐ পাপিষ্ঠার দৃষ্টি হতে অদৃশ্য করে রেখেছিলেন।

আবূ লাহাবের স্ত্রী হাম্মালাতাল হাতাব হযরত আবূ বকর (রাঃ) কে জিজ্ঞেস করল, তোমার সঙ্গীটি কোথায় সে নাকি আমার বদনাম গেয়ে বেড়ায়? খোদার কসম! যদি তার সাক্ষাত পেতাম, তবে এ পাথর দ্বারা তার মুখে আঘাত করতাম। অতঃপর সে প্রিয় রাসূলুল্লাহ (সাঃ) এর সাক্ষাত না পেয়ে হতাশ হয়ে ফিরে গেল। (বায়হাকী)

You may also like...

দুঃখিত, কপি করবেন না।