রাসূলুল্লাহ (সাঃ) এর কন্যা উম্মে কুলছুমকে আবূ লাহাবের পুত্র ওতবার সাথে তার বিয়ে দেয়া হয়েছিল। সূরা লাহাব নাযিল হওয়ার পর ওতবা পিতামাতার আদেশে উম্মে কুলছুমকে তালাক দেয়। তালাক দিয়ে ওতবা ক্ষান্ত হয়নি।
সে রাসূলুল্লাহ (সাঃ) কে গালি দেয় এবং তাঁকে ধমক দেয়। রাসূলুল্লাহ (সাঃ) তাঁকে বদদোয়া করেন একথা বলে, আল্লাহুম্মাঁ ছল্লিত আলাইহি কালবান মিন কিলাবিকা। হে আল্লাহ তোমার কুকুর সমূহের একটি কুকুর তার ওপর লেলিয়ে দাও।
কয়েকদিন পর ওতবা সিরিয়া সফরে গেল। পথে জারকা নামক স্থানে সে সাথীদের সাথে সবার মাঝখানে রাতে শয়ন করলো। একটি বাঘ এসে মুখ শুঁকে তাঁকে কামড়ে ধরে তুলে নিয়ে খেয়ে ফেললো। (হাকেম, বায়হাকি,ইবনে ইসহাক)
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।