
এই ঘটনাটি একেবারে সত্যি, আমার নিজের জীবনে ঘটে যাওয়া একটি অভিজ্ঞতা। বিশ্বাস করবেন কি না, তা আপনার ব্যাপার, তবে আমি একটুও বাড়িয়ে বলছি না।
কাহিনীটা বেশি পুরনো নয়, মাত্র এক মাস আগের। আমি প্রায় এক বছর ধরে ঢাকায় থাকি। এর আগে আমাদের হোমটাউন লক্ষ্মীপুরেই ছিলাম। ঢাকায় আসার পর মা’র সঙ্গে আমার প্রতিদিন ১০-১৫ বার কথা হয় ফোনে।
সেদিন সকালে মা ফোন করে আমাকে জানালেন এক ভয়ংকর রাতের অভিজ্ঞতা। আগের রাতে মা ১১টার দিকে ঘুমাতে গিয়েছিলেন। হঠাৎ গভীর রাতে, সম্ভবত ৩টা বাজে, তিনি একটা শব্দে জেগে উঠলেন। স্পষ্ট শুনতে পেলেন—আমি তাকে ডাকছি!
প্রথমে মা কিছু না বলে চুপচাপ শুনতে লাগলেন। এরপর মা শুনতে পেলেন, আমি আমাদের গেট ধরে জোরে জোরে ধাক্কা দিচ্ছি। মা ভাবলেন, হয়তো হঠাৎ করেই আমি ঢাকা থেকে চলে এসেছি। দরজা খুলতে যাচ্ছিলেন, কিন্তু ঠিক তখনই তার মনে পড়ল—আমি তো সারাদিন ফোনে ছিলাম, এমনকি রাতে ঘুমানোর আগেও কথা হয়েছে। ফোন ছাড়া এত রাতে ৬-৭ ঘণ্টার পথ পাড়ি দিয়ে বাসায় আসার প্রশ্নই ওঠে না!
এটা ভেবে মা আতঙ্কিত হয়ে গেলেন। কারণ, তখনও তিনি শুনতে পাচ্ছেন—আমি তাকে বারবার ডাকছি! কিন্তু মা ভয়ে ফোন করতেও সাহস পেলেন না।
প্রায় ১০-১৫ মিনিট ধরে গেটে ধাক্কার শব্দ চলছিল, আমার নাম ধরে ডাকার আওয়াজ আসছিল। মা আগে থেকেই জানতেন, রাতে কেউ দরজা ধাক্কা দিলে বা ডাকলে নিশ্চিত না হয়ে কখনো দরজা খোলা উচিত নয়। তাই তিনি অপেক্ষা করতে লাগলেন।
একটু পর মা খেয়াল করলেন—শব্দ বন্ধ হয়ে গেছে। এরপর মা আবার ঘুমানোর চেষ্টা করলেন, কিন্তু সারারাত ভয়ে ঘুমাতে পারেননি।
পরের দিন সকালে মা আমাকে ফোন করে পুরো ঘটনা বললেন। আমি মা’র কণ্ঠ শুনেই বুঝতে পারছিলাম, তিনি তখনও ভীত। মা খুব সাহসী প্রকৃতির, কোনো কিছু নিয়ে সহজে ভয় পান না। কিন্তু এবার ব্যাপারটা এতটাই অদ্ভুত ছিল যে, তিনি সেটা আমার সঙ্গে শেয়ার করতে বাধ্য হলেন।
এই অভিজ্ঞতা সত্যিই অবিশ্বাস্য এবং শিহরণ জাগানো! বন্ধুরা, আপনারা কী ভাবছেন? এমন কিছু আগে শুনেছেন বা অভিজ্ঞতা হয়েছে? আপনার মতামত জানাতে ভুলবেন না!