আবারো নিশির ডাক◄ভূতের গল্প

আমি যেই গল্পটা শেয়ার করতে যাচ্ছি তা একদম সত্যি ঘটনা।। আমার নিজের জীবনে ঘটে যাওয়া ঘটনা এটি।। বিশ্বাস করবেন কি

না করবেন তা আপনার ব্যাপার, কিন্তু আমি একবিন্দুও বাড়িয়ে বলছি নাহ।।

কাহিনীটা বেশীদিন আগের নয়।। এক মাসের মত হবে।। আমি গত এক বছর যাবত ঢাকায় আছি।। আগে আমাদের হোমটাউন লক্ষিপুরে থাকতাম।। ঢাকায় আসার পর মায়ের সাথে দিনে আমার প্রায় ১০-১৫ বার ফোনে কথা হয়।। এর মাঝে একদিন সকালে মা ফোনে ঘটনাটা জানালো।।

মা রাতে ঘুমুতে গিয়েছে ১১টার দিকে।। গভীর রাতে কিছু একটা শব্দ শুনে মার ঘুম ভেঙ্গে যায়।। তখন খুব সম্ভবত রাত ৩টা বাজে।। মা পরিষ্কার শূনতে পেলো, আমি তাকে ডাকছি।। মা কোন জবাব না দিয়ে চুপ করে অপেক্ষা করতে লাগলো।। এরপর মা শুনতে পেলো, আমি আমাদের গেটটা ধরে জোরে ধাক্কা দিচ্ছি।। মা একবারের জন্য ভাবল আমি হয়তো ঢাকা থেকে হটাৎ চলে এসেছি।। মা দরজা খোলার প্রস্তুতি নিচ্ছে এমন সময় তার মনে পড়লো যে, আজ আমার সাথে মার অনেকবার ফোনে কথা হয়েছে।। আর ফোন ছাড়া এত রাতে ৬-৭ ঘণ্টার জার্নি করে আমি কোনোদিন বাসায় আসবো নাহ।। মা একটু ভয় পেলো।। তখনো নাকি মা শুনতে পাচ্ছে যে, আমি তাকে বার বার ডাকছি।। মা ভয়ে আমাকে ফোনও দিতে পারেনি।। প্রায় ১০-১৫ মিনিট ধরে মা শুনতে পেলো যে আমি গেটে ধাক্কা দিচ্ছি আর মাকে ডাকছি।। মা আগে থেকেই জানত যে, রাতে কেউ দরজা ধাক্কা দিলে বা ডাকাডাকি করলেও নিশ্চিত না হয়ে দরজা খুলতে নেই।। কিছুক্ষন পর মা খেয়াল করলো শব্দটা বন্ধ হয়ে গেছে।। পড়ে মা একটু ঘুমানোর চেষ্টা করলো।। কিন্তু সারারাত সে ভয়ে ঘুমুতে পারেনি।।

পরেরদিন সকালে আমাকে ফোনে মা পুরো কাহিনীটা বলে।। মায়ের গলা শুনে বুঝতে পারছিলাম যে, সে তখনো ভয় পাচ্ছে।। পুরো ঘটনা শুনে আমার কাছেও একটু আজব লাগলো।। মা খুবই সাহসী প্রকৃতির।। সিরিয়াস কিছু না হলে মা কখনই আমার সাথে শেয়ার করতো নাহ।।

এই হল আমার কাহিনী।। বন্ধুরা, এটা কিন্তু একদমই সত্য ঘটনা।। আপনাদের কমেন্টে জানতে চাই কি মতামত আপনাদের।।

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভানুধ্যায়ী এবং সম্মানিত অবদানকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

সম্পর্কিত পোস্ট

দুঃখিত!