আবরাহা কর্তৃক কা’বা গৃহ ধ্বংসের পরিকল্পনা-শেষ পর্ব

আবরাহা কর্তৃক কা’বা গৃহ ধ্বংসের পরিকল্পনা-পর্ব ৬ পড়তে এখানে ক্লিক করুন  

পাথরগুলি ছিল অতি ক্ষুদ্র সে গুলা এত শক্তিশালী ছিল যে, সেনাদের মাথায় পড়ে শরীর ভেদ করে গুহ্যদ্বার থেকে বেড়িয়ে যেতে লাগল। সঙ্গে সঙ্গে আঘাত প্রাপ্ত ব্যক্তি মৃত্যু বরণ করতে থাকে। আবরাহা এ কঠিন অবস্থা দেখে দ্রুত ছুটে গিয়ে এক মক্কাবাসীর ঘরে আশ্রয় নিল। হাতী ও অশ্বগুলি পূর্বেই ছুটে গিয়ে নিরাপদ দূরত্তে অবস্থান নিয়েছিল। 

আকাশে যে মেঘমালা দেখা দিয়েছিল সেটা প্রকৃত পক্ষে মেঘ ছিল না। ক্ষুদ্র ক্ষুদ্র এক প্রকার পাখির ঝাক। সমুদ্র থেকে এ পাখিগুলি মুখে ও দু’পায়ে তিন টুকরা ক্ষুদ্র পাথর নিয়ে আবরাহার সৈন্যদেরকে আক্রমণ করেছিল। 

এ পাখির নাম আবাবিল। এরা ছিল আল্লাহর খাস সেনাবাহিনী। কা’বাগৃহ রক্ষার নিমিত্ত আল্লাহ্‌ তায়ালার কোন শক্তিশালী সেনাবাহিনী প্রেরণ করার প্রয়োজন হয়নি। অতি ক্ষুদ্র পাখি দ্বারা আবরাহার বিশাল সেনাবাহিনীকে চিবান মাছের ন্যায় ধুলিস্যাত করে দেয়া হয়েছিল। 

পাখির সংখ্যা সম্বদ্ধে কোন তথ্য জানা যায় না।  তবে পাখিগুলি ছিল এক নতুন জাতের।  এ ধরনের পাখি কেউ কোনদিন দেখে নি এবং আকাশকে অন্ধকারাচ্ছন্ন করে এরা কত লক্ষ কোটি এসে ছিল তা কারো জানা ছিল না। এক একজন সৈন্য শরীরে একাধিক পাথর বষির্ত হয়ে ছিল। 

কোন পাথর কারো শরীরের মধ্যে আটকে ছিল না। পাথর শরীরের যেখানে পড়েছে সেখান থেকে শরীর ভেদ করে বেরিয়ে গেছে। কতিপয় লেখকদের বর্ণনা মতে জানা যায়, আবরাহ বাহন হস্তি অশ্বগুলি পাথরের আঘাত থেকে রেহাই পায় নি। সেগুলিও মানুষের ন্যায় ওখানে মৃত্যু বরণ করেছে। 

সর্বশেষে আবরাহা ভীত সন্ত্রস্ত অবস্থায় যে ঘরে অবস্থান করছিল হঠাত সেখানে একটি পাখি ঢূকে তার মাথার উপর তিন টুকরো পাথর নির্ক্ষেপ করে চলে যায়। অভিশপ্ত আবরাহা সে পাথরের আঘাতে সেখানেই মর্মান্তিকভাবে মৃত্যু বরণ করে। এ ঘটনার বিস্তারিত বিবরণ আল্লাহ্‌ তায়ালার পবিত্র কোরানের সুরা ফীলে বর্ণনা করেছেন।

আবরাহা কর্তৃক কা’বা গৃহ ধ্বংসের পরিকল্পনা-পর্ব ১ পড়তে এখানে ক্লিক করুন  

You may also like...

দুঃখিত, কপি করবেন না।