আবরাহা কর্তৃক কা’বা গৃহ ধ্বংসের পরিকল্পনা-পর্ব ৬
আবরাহা কর্তৃক কা’বা গৃহ ধ্বংসের পরিকল্পনা-পর্ব ৫ পড়তে এখানে ক্লিক করুন
আবদুল মোত্তালেব বললেন, কা’বা আল্লাহ্ তা’য়ালার গৃহ। তা রক্ষার জন্য তিনিই যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করবেন। সে বিষয় আমরা অযথা ভেবে চিন্তে কেন হয়রান হব। এ গৃহ যদি সঠিক আল্লাহ্ তায়ালার হয়ে থাকে তবে তা রক্ষার ব্যবস্থাও তিনি করবেন। আর যদি এ গৃহ আল্লাহ্ তায়ালার না হয়ে থাকে তবে বরবাদ হলে তাতে আমাদের কিছু যায় আসে না। এ বিষয় অযথা বাক্য ব্যয় করে আপনার সময় নষ্ট করব না। তাই সংক্ষেপে আবদুল মোত্তালেবকে বিদায় করল।
আবদুল মোত্তালেব সেখান থেকে ফিরে এসে কা’বার সম্মুখে দাঁড়িয়ে বললেন, হে রহমানুর রহিম! যদিও আজকে কা’বা গৃহে মূর্তি রেখে অপবিত্র করা হয়েছে, তবুও এ গৃহ তোমার। তোমারই এক দোস্ত তোমার নির্দেশক্রমে এ ঘরের নির্মান কার্য সমাধা করেছেন।
সে থেকে মানুষ এ ঘরকে পবিত্র বলে জানে এবং একে উপলক্ষ করে এবাদাত বন্দেগী করে করে থাকে। আজকে এ ঘর থেকে এক বিরাট হুমকির সম্মুখীন। আমাদের এমন কোন শক্তি নেই যা দ্বারা বিশাল শত্রু বাহিনী মোকাবেলা করে এ ঘরকে রক্ষা করব। অতএব তুমি তোমার অসীম কুদরত দ্বারা পবিত্র ঘরকে রক্ষা কর। এ দোয়া করে তিনি চক্ষের দু ফোটা পানি ফেললেন।
আব্দুল মোত্তালেবের এ দোয়া আরশে আজীম পর্যন্ত পৌঁছে গেল। ওদিকে আবরাহ তার সৈন্যদলকে অগ্রসর হওয়ার জন্য হুকুম দিল। সৈন্যরা প্রস্তুত হয়ে তাঁদের হস্তি ও অশ্ব সম্মুকে পরিচালনার উদ্যোগ নিল। কিন্তু হস্তি ও অর্শ্বের সম্মুখ দিকে অগ্রসর হল না। তখন ওদেরকে লোহার রড় দ্বারা প্রহার করা হল।
পশুগুলি প্রহারের যাতনা সহ্য করতে না পেরে এদিক সেদিক দৌড়াতে আরম্ভ করল। সেনাবাহিনীর প্রধান বাহন পশু নিয়ন্ত্রের জন্য অনেক চেষ্টা করল। কিন্তু কিছুতে কিছু হল না। ওরা এদিক সেদিক ছুটাছুটি করতে আরম্ভ করল।
এভাবে দীর্ঘ সময় চেষ্টা করার পরে বাদশাহ আবরাহা সৈন্যদেরকে হুকুম দিল সেনাবাহিনীর সকল লোকের পায়ে হেটে কা’বা গৃহে নিকট যায়। এ উদ্যোগ নিয়ে যখন তার পথ চলতে আরম্ভ করল তখন দেখা গেল আকাশের উত্তর দিকে কাল হয়ে এক বিরাট মেঘমালা দ্রুত এদিকে আসছে। এ দৃশ্য দেখে অনেক সৈন্য ভীত হল। অনেক আসমানী গজব আসছে বলে ধারনা করল। এর মধ্যে মেঘমালা সেনাবাহিনীকে মাথার উপর এসে গেল ক্ষণিকের মধ্যে আকাশে থেকে বৃষ্টির ন্যায় ক্ষুদ্র ক্ষুদ্র পাথর বর্ষিত হতে লাগল। বিক্ষিপ্তভাবে আকাশ থেকে এত পাথর বর্ষণ আরম্ভ হল যাতে সেনাবাহিনীর কেউ পাথর থেকে রেহাই পেল না।
আবরাহা কর্তৃক কা’বা গৃহ ধ্বংসের পরিকল্পনা-শেষ পর্ব পড়তে এখানে ক্লিক করুন