
একজন দাম্ভিক লোক গাইয়ে হবে বলে একটা পলস্তারা করা ঘরে তানপুরা নিয়ে সারাদিন গলা সাধতো।
দেওয়ালে প্রতিফলিত হয়ে তার কন্ঠস্বর তথন আসল কন্ঠস্বরের চাইতে অনেক জোরালো শোনাতো। সে ভাবতো, আঃ কি সুরালা গলা আমার, এখন তো ফাংশনে নামলেই হয়। এক্কেবারে কেল্লাফতে করে দেবো।
এই অহংকার নিয়ে সে একদিন মঞ্চে নেমে যখন গান গাইতে শুরু করল, তখন শ্রোতারা তার বদখত গলা শুনে তাকে কিলিয়ে মঞ্চ থেকে মেরে তাড়ালো।
উপদেশ: মিথ্যা দম্ভের পতন অনিবার্য।