নাসিরুদ্দিন হোজ্জা কাজের ছেলেকে কলসি দিয়ে পাঠালেন কুয়ো থেকে পানি তুলে আনতে। গালে ঠাস করে একটা চড় মেরে বললেন, খবরদার কলসিটা ভাঙিস না যেন। একজন সেটা দেখে প্রশ্ন করল, মোল্লা সাহেব, কলসিতো ভাঙেনি। শুধুশুধু চড় মারলেন কেন? হোজ্জা বললেন, ভাঙার পর চড় মারলে লাভ কি? তাতে কি কলসি জোড়া লাগবে? আগেই মারলাম যেন না ভাঙে। –সংগৃহীত
Categories
তাযকিরাতুল আউলিয়া
আগে মারলে ?
নাসিরুদ্দিন হোজ্জা কাজের ছেলেকে কলসি দিয়ে পাঠালেন কুয়ো থেকে পানি তুলে আনতে। গালে ঠাস করে একটা চড় মেরে বললেন, খবরদার কলসিটা ভাঙিস না যেন। একজন সেটা দেখে প্রশ্ন করল, মোল্লা সাহেব, কলসিতো ভাঙেনি। শুধুশুধু চড় মারলেন কেন? হোজ্জা বললেন, ভাঙার পর চড় মারলে লাভ কি? তাতে কি কলসি জোড়া লাগবে? আগেই মারলাম যেন না ভাঙে। –সংগৃহীত