সেই এক সময় বটে! কী কঠিন সেই দিনগুলো! মনে পড়তেই শরীর শিউরে ওঠে।
একদিনের কথা। রাসূলুল্লাহ (সাঃ) তাঁর সাহাবীদেরকে তাবুক যুদ্ধে যোগদানের জন্য আহ্বান জানান।
এই আহ্বানে সাড়া দান করা ছিল শক্ত ঈমানের পরিচায়ক। কারণ, সময়টি ছিল প্রচণ্ড গরমের, অতি দূরের পথ, সর্বোপরি সেটি ছিল ফসল ও ফল পাকার মৌসুম।
ফলে সক্ষম সাহাবায়ে কিরামের বেশির ভাগ সদস্য এ আহ্বানে সাড়া দান করলেও কিছু মুনাফিক ও কয়েকজন মুমিন ব্যক্তি যুদ্ধে যোগদান থেকে বিরত থাকেন।
তাদের ব্যাপারে আল কুরআনেও আলোচনা এসেছে।
ঠিক তার পাশাপাশি আরো কিছু লোকের প্রসঙ্গও এসেছে যাঁরা ছিলেন খাঁটি ঈমানদার, যুদ্ধে অংশগ্রহণের প্রবল ইচ্ছাও তাঁদের ছিল, কিন্তু বাহন ও পাথেয় সংগ্রহের মতো অর্থ না থাকায় তাঁরা রাসূলুল্লাহর (সাঃ) কাছে আসেন সাহায্য লাভের আশায়।
কিন্তু তিনি তাঁদেরকে কোনো রকম সাহায্য করতে অক্ষমতা প্রকাশ করায় তাঁরা চোখের পানি মুছতে মুছতে ফিরে যান।
ইরবাদ (রাঃ) ছিলেন এই দলটির একজন। তাঁরা ছিলেন খাঁটি ঈমানদার।
রাসূলুল্লাহ (সাঃ) যখন তাঁদেরকে বাহন দিতে অপারগতা প্রকাশ করেন তখন রাসূলুল্লাহর (সাঃ) সাথে একটি যুদ্ধে অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হওয়ার যে কষ্টের অনুভূতি তাঁদের মধ্যে সৃষ্টি হয়েছিল তা আল কুরআনেও এভাবে এসেছে “তাদেরও কোনো অপরাধ নেই যারা তোমার কাছে বাহনের জন্য এলে তুমি বলেছিলে, তোমাদের জন্য কোনো বাহন আমি পাচ্ছি না, তারা অর্থব্যয়ে অভাবজনিত দুঃখে চোখের পানি ফেলতে ফেলতে ফিরে গেল।”
এই ঘটনা সম্পর্কে আবদুল্লাহ ইবন আব্বাস (রাঃ) বলেন, তাঁরা রাসূলুল্লাহর (সাঃ) কাছে বাহনের পশু চান।
তাঁদের প্রত্যেকের জন্য দু’টি করে উটের প্রয়োজন ছিল। একটিতে তিনি নিজে চড়বেন এবং অন্যটিতে পানি ও পাথেয় বহন করবেন।
কারণ, সেটি ছিল দূরের পথ। রাসূলুল্লাহর (সাঃ) কাছ থেকে তাঁরা হতাশ হয়ে চলে গেলেন। ইয়ামিন ইবন উমাইর আন-নাফারী (রাঃ) নামক একজন সাহাবী দেখলেন, আবদুর রহমান ইবন আবী লায়লা আল-মাযিনী ও আবদুল্লাহ ইবন মুগাফফাল আল-মুযানী (রাঃ)-দু’জন এক জায়গায় বসে কাঁদছেন।
তিনি তাঁদের এভাবে কান্নার কারণ জানতে চাইলেন। তাঁরা বিষয়টি তাঁকে খুলে বললেন। তিনি তাঁদের দু’জনকে একটি পরিণত বয়সের উট এবং দু’ সা’ করে খেজুর দিলেন।
তাঁরা সেগুলো পেয়েই রাসূলুল্লাহর (সাঃ) সঙ্গে যুদ্ধে বেরিয়ে পড়েন। আর আব্বাস (রাঃ) দু’জনের এবং উসমান (রাঃ) তিন জনের বাহন ও পাথেয়ের ব্যবস্থা করেন।
রাসূলুল্লাহ (সাঃ) তাঁদেরকে আবার ডাকেন এবং সাদা চুট বিশিষ্ট পাঁচটি উট দান করে বলেন, তোমরা বেরিয়ে পড় আল্লাহ তোমাদের বাহনের ব্যবস্থা করেছেন।
রাসূলের (সাঃ) কাছ থেকে এমন বাহন পেয়ে এবং তাঁর কথা শুনে তাঁরা তাবুক যুদ্ধের জন্য বেরিয়ে পড়লেন। তাবুক যুদ্ধটি ছিলো খুব কঠিন এক সময়ের যুদ্ধ।
তবুও রাসূলের (সাঃ) নির্দেশ বলে কথা! তবুও সত্য ও মিথ্যার মধ্যে লড়াইয়ের কথা! মুমিন কখনো ভয় পান না যুদ্ধের বিষয়ে। আপস করেন না মিথ্যার সাথে।
বরং সাহস ও সংগ্রামের সাথে এগিয়ে চলেন সামনের দিকে। সর্বক্ষণ। তাঁরা কোনো কিছুরই পরোয়া করেন না। সত্যের সৈনিকেরা তো এমনই হন! যারা আগুনের দরিয়া পার হয়ে যান সত্যের আহ্বানে।
রাসূলের (সাঃ) ডাকে। আল্লাহর রাস্তায়!
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।