আইম্মায়ে মোজাতাহেদ্বীন সম্পর্কে ভবিষ্যদ্বানী

হযরত আবূ হোরায়রা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সাঃ) বলেন, দ্বীন যদি সপ্ত তারকার সাথেও ঝুলানো থাকে, তথাপি পারস্যের কিছু লোক তা অর্জন করতে সক্ষম হবে।

উপরোক্ত হাদীসে ভবিষ্যদ্বানী করা হয়েছে যে, পারস্যদেশে বহু বড় বড় আলেম সৃষ্টি হবে, তারা এলেমের প্রচুর খেদমত এবং তার ব্যাপক প্রচার করবে। ঐ এলেম যদি আকাশের “সুরাইয়া” বা সপ্তর্ষি মণ্ডলস্থ নক্ষত্রেও অবস্থান করে তথাপি তারা তা আহরণ করতে সক্ষম হবে।

হাদীসের ব্যাখাকারীদের মতে উক্ত হাদীসে হযরত ইমাম আবু হানীফার প্রতি ইশারা করা হয়েছে। আবার কারো মতে হযরত ইমাম বোখারীর প্রতি ইশারা করা হয়েছে। যাই হোক ভবিষ্যদ্বানীটি পূর্ণ হয়েছে এবং পারস্য বাসীরা দ্বীনের বিরাট খেদমত আঞ্জাম দিয়াছেন। হাদীস ও ফেকাহ শাস্ত্রে তাদের খেদমত দ্বারা গোটা উম্মত উপকৃত হচ্ছে।

(বুখারী ও মুসলিম)

আইম্মায়ে মোজাতাহেদ্বীন সম্পর্কে ভবিষ্যদ্বানী

হযরত আবূ হোরায়রা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সাঃ) বলেন, দ্বীন যদি সপ্ত তারকার সাথেও ঝুলানো থাকে, তথাপি পারস্যের কিছু লোক তা অর্জন করতে সক্ষম হবে।

উপরোক্ত হাদীসে ভবিষ্যদ্বানী করা হয়েছে যে, পারস্যদেশে বহু বড় বড় আলেম সৃষ্টি হবে, তারা এলেমের প্রচুর খেদমত এবং তার ব্যাপক প্রচার করবে। ঐ এলেম যদি আকাশের “সুরাইয়া” বা সপ্তর্ষি মণ্ডলস্থ নক্ষত্রেও অবস্থান করে তথাপি তারা তা আহরণ করতে সক্ষম হবে।

হাদীসের ব্যাখাকারীদের মতে উক্ত হাদীসে হযরত ইমাম আবু হানীফার প্রতি ইশারা করা হয়েছে। আবার কারো মতে হযরত ইমাম বোখারীর প্রতি ইশারা করা হয়েছে। যাই হোক ভবিষ্যদ্বানীটি পূর্ণ হয়েছে এবং পারস্য বাসীরা দ্বীনের বিরাট খেদমত আঞ্জাম দিয়াছেন। হাদীস ও ফেকাহ শাস্ত্রে তাদের খেদমত দ্বারা গোটা উম্মত উপকৃত হচ্ছে।

(বুখারী ও মুসলিম)

আরো পড়তে পারেন...

খৃষ্টান মহিলার প্রেমে পাগল হওয়ার ঘটনা

বুজুর্গ ব্যক্তি বললেন, একদা আমি হযরত হাসান বসরী (রহঃ) এর দরবারে বসেছিলাম। এমন সময় আমাদের…

এক বুজুর্গের কসমের উছিলায়

হযরত আবূ আব্দুল্লাহ কাররাশী (রাঃ) বলেন, একবার মুশরিক সৈন্যরা স্পেন শহরে প্রবেশ করে বিনা যুদ্ধে…

স্বপ্ন যোগে রাসূলের দিদার।

ইমাম কাফেলায় হাবীবের ঈমানী চেতনার প্রকাশ্য শক্তি যেন কয়েকগুণ বাড়াল। ইমাম হোসাইন (রাঃ) গভীর রাতে…