হযরত আবূ হোরায়রা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সাঃ) বলেন, দ্বীন যদি সপ্ত তারকার সাথেও ঝুলানো থাকে, তথাপি পারস্যের কিছু লোক তা অর্জন করতে সক্ষম হবে।
উপরোক্ত হাদীসে ভবিষ্যদ্বানী করা হয়েছে যে, পারস্যদেশে বহু বড় বড় আলেম সৃষ্টি হবে, তারা এলেমের প্রচুর খেদমত এবং তার ব্যাপক প্রচার করবে। ঐ এলেম যদি আকাশের “সুরাইয়া” বা সপ্তর্ষি মণ্ডলে অবস্থিত নক্ষত্রে অবস্থান করলেও, তারা তা আহরণ করতে সক্ষম হবে।
হাদীসের ব্যাখাকারীদের মতে উক্ত হাদীসে হযরত ইমাম আবু হানীফার প্রতি ইশারা করা হয়েছে। আবার কারো মতে হযরত ইমাম বোখারীর প্রতি ইশারা করা হয়েছে। যাই হোক ভবিষ্যদ্বানীটি পূর্ণ হয়েছে এবং পারস্যবাসীরা দ্বীনের বিরাট খেদমত আঞ্জাম দিয়াছেন। হাদীস ও ফেকাহ শাস্ত্রে তাদের খেদমত দ্বারা গোটা উম্মত উপকৃত হচ্ছে।
(বুখারী ও মুসলিম)
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।