অশুভ যাত্রার শুভ পরিণতি

এক বুজুর্গ বলেন, একদল লোক রবী ইবনে খাসীমকে বিপথগামী করার উদ্দেশ্যে তার পেছনে এক সুন্দরী নারীকে লেলিয়ে দিল। এ কাজে সফল হতে পারলে তাকে একশ দেরহাম পুরষ্কার দেয়া হবে বলে তার সাথে চুক্তি পত্র করা হল।

অতঃপর সে উগ্র সাজ গোজ করে হযরত রবীর জন্য মসজিদের বাইরে অপেক্ষা করতে লাগল। তিনি যখন নামায শেষে মসজিদ থেকে বের হলেন তখন সেই মহিলা কমনীয় ভঙ্গিমায় তার সামনে এসে দাড়াল। হযরত রবী তাকে দেখে প্রথমে ভয় পেয়ে গেলেন এবং তাকে এড়িয়ে সামনে এগুতে চেষ্টা করলেন।

কিন্তু সে কিছুতেই পথ ছাড়ল না। পরে তিনি তাকে লক্ষ্য করে বললেন, আল্লাহর গজবে যখন দেহের রং বিবর্ণ হয়ে তোমার রুপ যৌবন বিদায় নেবে কিংবা মালাকুল মউত এসে তোমার প্রাণ বদ করে নেবে তখন কি হবে একবার ভেবে দেখছ?

এ কথা শুনামাত্র সেই মহিলা বিকট স্বরে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল।

বর্ণনাকারী বলেন, আল্লাহর শপথ! পরবর্তীতে ঐ মহিলা বুজুর্গতে অনেক উঁচু মাকাম হাসিলের পর দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেন।

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

সম্পর্কিত পোস্ট

দুঃখিত!